রবিবারের জনতা কার্ফুতে কী কী 'শাটডাউন' দেখে নিন এক নজকে

নিজস্ব প্রতিবেদন: রবিবার, চোদ্দো ঘণ্টার জনতা-কার্ফু। করোনা মোকাবিলায় তামাম দেশবাসীর কাছে এই একটা দিন বাড়িতে থাকার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। পুরোটাই সতর্কতামূলক ব্যবস্থা। জনতা-কার্ফু কার্যকর করতে বন্ধ হচ্ছে গণপরিবহণের বড় একটা অংশ। 

আরও পড়ুন: Corona Update: ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক স্থগিত রাখার সিদ্ধান্ত পর্ষদের

রবিবার 'বন্ধ' থাকবে লোকাল, প্যাসেঞ্জার ট্রেন। রেলের ঘোষণা, রবিবার ভোর ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত রেল পরিষেবা বন্ধ হবে। মিলবে না IRCTC-র রেস্তোরাঁ পরিষেবাও। দেশ তো বটেই, করোনা-মোকাবিলায় রবিবার রাজ্যে থমকে যাচ্ছে গণপরিবহণ। মেট্রো পরিষেবা কমানো হচ্ছে। বাস-ট্রাম-ট্যাক্সির চাকাও গড়াবে না। 

আরও পড়ুন: বালিগঞ্জের করোনা আক্রান্তের পরিবারের ৪ জনকে ভর্তি করা হল বেলেঘাটা আইডিতে

জনতা কার্ফুয়ে স্তব্ধ গণপরিবহণ। রাজ্যে প্রতিদিন ২২ হাজার হলুদ ট্যাক্সি চলে। রবিবার চলবে কমবেশি ২ হাজার। রাজ্যে প্রতিদিন অ্যাপক্যাব চলে ১৮ হাজার। রবিবার অ্যাপক্যাব চলবে ১২০০। অন্যদিন বেসরকারি বাস চলে ৩৭ থেকে ৪০ হাজার। রবিবার গোটা রাজ্যে প্রথমার্ধে ২ হাজার বাস চলবে। পরিস্থিতি বুঝে বেলার দিকে বাসের সংখ্যা বাড়ানো হতে পারে। রাজ্যে প্রতিদিন মিনিবাস চলে ৮ হাজার। রবিবার মিনিবাস চলবে ৫০০ থেকে সাড়ে ৫০০।

জনতা কার্ফুয়ের জেরে কমিয়ে দেওয়া হচ্ছে মেট্রোও। উত্তর থেকে দক্ষিণে ১২৪টি মেট্রোর পরিবর্তে রবিবার চলবে মাত্র ৬২টি ট্রেন। ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে ২০ মিনিটের বদলে ট্রেন চলবে আধঘণ্টা পরপর। 

English Title: 
Take a look which service will be 'Shutdown' crowd on Sunday
News Source: 
Home Title: 

রবিবারের জনতা কার্ফুতে কী কী 'শাটডাউন' দেখে নিন এক নজকে

রবিবারের জনতা কার্ফুতে কী কী 'শাটডাউন' দেখে নিন এক নজকে
Yes
Is Blog?: 
No
Section: