Tamluk Murder: রবিবার কাজে বেরিয়ে ফেরেননি প্রৌঢ়, সোমবার পাওয়া গেল পানের বরজে!
পুলিস এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
নিজস্ব প্রতিবেদন : পান বরজ থেকে এক নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধারকে (Tamluk Murder) ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি তমলুকের।
সোমবার দেহ উদ্ধারের ঘটনাটি ঘটেছে তাম্রলিপ্ত পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম অনন্ত কান্ডার। বয়স ৫১ বছর। তমলুক থানার পুলিস খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। দেহটি (Tamluk Murder) উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার কাজে বেরিয়ে যান অনন্ত কান্ডার। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে বাড়ির কিছুটা দূরে পানের বরজের মধ্যে তাঁর নিথর দেহ (Tamluk Murder) পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিস এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। প্রাথমিকভাবে অনুমান কেউ খুন করেছে তাঁকে। কিন্তু কে বা কারা খুন করল তাঁকে? কেন খুন করল? তা জানতে সবদিক খতিয়ে দেখে পুলিস তদন্ত শুরু করেছে। আরও পড়ুন, Bomb Seized: তল্লাশিতে নেমে তাজ্জব পুলিস, বীরভূমে নদীর পাড় থেকে উদ্ধার শতাধিক বোমা
Maheshtala: জলের লাইন বসানোকে কেন্দ্র করে তুলকালাম, বোমাবাজিতে উত্তপ্ত মহেশতলা পুরসভা