নিজস্ব প্রতিবেদন : ঝালদাকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে অসঙ্গতির অভিযোগ তপন কান্দুর স্ত্রীর। নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর দাবি, যে দিক দিয়ে গুলি শরীরে ঢুকেছিল আর যেদিক দিয়ে গুলি শরীর থেকে বেরিয়েছিল, ময়নাতদন্তের রিপোর্টে তা উল্টো দেখানো হয়েছে। অর্থাৎ, টেকনিক্যাল ভাষায় যাকে 'ইন' আর 'আউট' বলা হয়, তা ভুল লেখা ছিল। CBI-এর নজরে এই অসঙ্গতি ধরা পড়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পূর্ণিমা কান্দুর অভিযোগ, এত বড় একটা ভুল SIT-এর আধিকারিকদের চোখে কী করে ধরা পড়ল না? কী করে এড়িয়ে গেল SIT? এভাবে সঠিক তদন্ত কী করে হবে? ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ করেন তিনি। আরও জানান যে, CBI-এর তদন্তে তিনি খুশি। ওদিকে, ভুল ধরা পড়ার পর সংশ্লিষ্ট চিকিৎসককে ডেকে ময়নাতদন্তের রিপোর্টে প্রয়োজনীয় সংশোধন করিয়ে নিয়েছে সিবিআই। অন্যদিকে এদিনই নরেন কান্দুর স্ত্রীকে অস্থায়ী CBI ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।


রবিবার ১৩ মার্চ বিকালে খুন হন ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর (Jhalda Congress Councillor) তপন কান্দু । পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তাঁকে। মোট ৩টি গুলি লাগে তপনবাবুর শরীরে। এর মধ্যে একটি গুলি লাগে তাঁর মাথায়। রাঁচির হাসপাতালে মৃত্যু হয় কংগ্রেস কাউন্সিলরের। কাউন্সিলর স্বামী খুনে (Tapan Kandu Murder Case) প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবিতে সরব হন তাঁর স্ত্রী। অভিযোগ করেন যে, তাঁর স্বামীর খুনের পিছনে ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের হাত রয়েছে। ইতিমধ্যেই সঞ্জীব ঘোষকেও জেরা করেছে CBI।


আরও পড়ুন, Bangaon: সার্কাস দেখে ফিরে বাবাকে বিরিয়ানি এনে খাওয়ায়, তারপরই ভয়ঙ্কর কাণ্ড ঘটাল একাদশ শ্রেণির ছাত্রী!


Durgapur: সপ্তম শ্রেণীর ছাত্রীকে হোয়াটসঅ্যাপে নোংরা কথা বাবার বন্ধুর, বিয়েরও প্রস্তাব 'কাকুর'!


Tarakeswar: স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া নেয় হোটেলে, সকালে যুগলের পরিণতি দেখে হতবাক সবাই


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)