WB Weather Update: আচমকা গায়েব হতে পারে এই শীতও, ঠান্ডা আবার কবে জানাল হাওয়া অফিস

WB Weather Update: আগামিকাল সামান্য বাড়বে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা। তাপমাত্র ১৬-১৭ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে

Updated By: Jan 5, 2025, 07:47 PM IST
WB Weather Update: আচমকা গায়েব হতে পারে এই শীতও, ঠান্ডা আবার কবে জানাল হাওয়া অফিস

সন্দীপ প্রামাণিক: আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই ঠান্ডা কেটে গিয়ে সামান্য বাড়বে আগামী দু- তিন দিনে দিনের তাপমাত্রা। তারপর আবার সামান্য কমবে দিনের তাপমাত্রা। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় ২৪ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-তৃণমূল কাউন্সিলর খুনে দুই 'তৃণমূল কর্মী'র বিরুদ্ধেই হুলিয়া জারি!

আগামিকাল সামান্য বাড়বে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা। তাপমাত্র ১৬-১৭ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ তারিখে পর থেকে তাপমাত্রা কমে স্বাভাবিকের কাছাকাছি হবে। স্বাভাবিকভাবে এই সময় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির কাছাকাছি থাকার কথা। কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন।
 
ভোর ও সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর হুগলি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম, পূর্ব-পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। ৭ তারিখে দু এক জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা।

উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। আংশিক মেঘলা আকাশ থাকবে আগামী দু-তিন দিন। ৭ তারিখ উত্তরবঙ্গে উত্তরের কয়েকটি জেলায় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এর ক্ষেত্রে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় আংশিক মেঘলা আকাশ থাকা সম্ভবনা উত্তরবঙ্গে। কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী দুদিন বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার এই জেলাগুলোই।

পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাব রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছাকাছি আসবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাড়ার কারণে তাপমাত্রা সামান্য বৃদ্ধি সম্ভাবনা। সকালের দিকে আগামী দুদিন কুয়াশা থাকার সম্ভাবনা।বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি  রয়েছে। ১৫-১৬ ডিগ্রীর কাছাকাছি। আরো এক থেকে দুই ডিগ্রী বাড়বে। পরবর্তী কয়েক দিনের ১৩ থেকে ১৪ ডিগ্রি কাছাকাছি কমবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.