Midnapur News: টুলে দাঁড়িয়ে খেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, গলায় আটকে গেল ফাঁস, তারপর...
Midnapur News: ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিস আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছান। তারপর ওই বালিকার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আগামিকাল মৃতদেহ খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে
ই গোপী: গলায় ফাঁসের দৃশ্য নকল করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক বালিকার। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা সবং থানার দেভোগ অঞ্চলের ভিকনিবাটি টাকি এলাকায়। মৃত বালিকার নাম প্রিয়সি মাইতি। বয়স দশ বছর। চতুর্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
আরও পড়ুন-কমবে লু-র দাপট, অবশেষে বৃষ্টির কথা শোনাল আবহাওয়া দফতর
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ বিকেলে ওই বালিকা বাড়ির পাশে খেলছিল। সেই সময় গলার ফাঁসের দৃশ্য নকল করতে গিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়। কিছুক্ষণ পর মেয়ের সাড়াশব্দ না পাওয়ায় ওই নাবালিকার মা বাড়ির বাইরে বেরিয়ে মেয়েকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। এদিকেই ঘটনার খবর পেয়ে এলাকা জুড়ে তীব্রতা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ওই বালিকাকে সবং হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে সবং থানার পুলিস আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছান। তারপর ওই বালিকার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আগামিকাল মৃতদেহ খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিশুটির সম্পর্কে দিদা নিস্তারিনী চক্রবর্তী বলেন, বাচ্চাটা খেলতে খেলতে একটা টুলের উপরে উঠে নিজের জামাপ ফিতেটা নিয়ে নিজের মাথায় গলিয়েছিল। উপরে একটা ছোট বাঁশ ছিল। সেখানেই ওই ফিতেটা আটকে যায়। ওর মা খেয়াল করেনি। কিছুক্ষণ পরে গিয়ে দেখে বাচ্চাটি ঝুলছে। টুলটা নীচে পড়ে গিয়েছে। ওকে কোলে তুলতেই গলার দড়িটা খুলে যায়। তখনই শেষ হয়ে যায়।
শিশুটির প্রতিবেশী যুবক গোবিন্দ জানা বলেন, বাড়িতে শুয়ে ছিলাম। পাখা চলছিল। ঠিকমতো শোনা যায়নি। হঠাত্ হইচিই শুনে পেলাম। ছুটি গেয়ে দেখি ওকে ফাঁসি থেকে নামিয়ে নীয়ে শোয়ানো হয়েছে। হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। ওকে মৃত বলে ঘোষণা করল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)