বেলা বাড়তেই মোর্চার বনধে উত্তপ্ত পাহাড়
সকালের নিশ্চুপ বনধ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে ওঠল পাহাড়ে। কার্শিয়ং এর মত মোর্চা সমর্থনকারীদের পিকেটিং, গাড়ি অবরোধ কোনও কিছুই সকাল দিকে চোখে পড়েনি সদর দার্জিলিং-এ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শান্ত, প্রায় স্তব্ধ দার্জিলিংএর রং বদলায়।
ওয়েব ডেস্ক: সকালের নিশ্চুপ বনধ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম হয়ে ওঠল পাহাড়ে। কার্শিয়ং এর মত মোর্চা সমর্থনকারীদের পিকেটিং, গাড়ি অবরোধ কোনও কিছুই সকাল দিকে চোখে পড়েনি সদর দার্জিলিং-এ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শান্ত, প্রায় স্তব্ধ দার্জিলিংএর রং বদলায়।
চকবাজারে জমায়েত শুরু করে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেয় মোর্চা সমর্থকরা। পুলিস নিষেধ করলেও অগ্রাহ্য করে জমায়েত চলতে থাকে। জমায়েত হঠাতে পুলিস লাঠি চার্জ করে। পিছু হঠে মোর্চা সমর্থকরা। কিন্তু অন্যত্র জমায়েতের চেষ্টা করে। অবস্থা সামলাতে পুলিস পাহাড়ের অলিতে গলিতে লাঠি নিয়ে ছুটে বেড়ায়। তবে পুলিসি তত্পরতায় অশান্তি পাকানোর কোনও চেষ্টাই সফল হয়নি। (আরও পড়ুন- যৌথ ফোরামের ডাকে উত্তরবঙ্গের চার জেলায় চলছে ধর্মঘট)