চার রাজ্যে জয়ের রাতেই খড়গপুরের BJP পার্টি অফিসে আগুন, অভিযোগের তির TMC-র বিরুদ্ধে
অনুশ্রী বেহেরা বলেছেন, পুর নির্বাচনের সময়ে ছাপ্পা ভোটারকে তিনি নিজের হাতেই ধরেছিলেন। তাই এবার পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: ২০২১ সালে বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে হেরে যাওয়ার পরে ২০২২ সালের পাঁচ রাজ্যের বিধানসভা নিরবাছে সফল ভাবে ঘুরে দাঁড়াল বিজেপি। পাঁচটির মধ্যে চারটি রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ছে তারা।
অন্যদিকে, বৃহস্পতিবার চার রাজ্যে বিধানসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের পরে সেদিনই রাতে নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো খড়গপুর। রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খড়গপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডে ডেভলপমেন্ট এলাকায় বিজেপি পার্টি অফিসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুশ্রী বেহেরা।
অনুশ্রী বেহেরা বলেছেন, পুর নির্বাচনের সময়ে ছাপ্পা ভোটারকে তিনি নিজের হাতেই ধরেছিলেন। তাই এবার পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
আরও পড়ুন:
তৃণমূলের সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে খবর পেয়ে তিনি এসে প্রথমে ফায়ার ব্রিগেড ও পুলিশকে খবর দেন বলে জানিয়েছেন তিনি। যদিও এই ঘটনায় এখনও তৃণমূলের তরফে জানানো হয়েছে যে বিজেপির অন্দরের গোষ্ঠী কোন্দলের ফলেই ঘটেছে এই ঘটনা।
এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, "সারা পশ্চিমবঙ্গে এই ধরনের অনেক ঘটনা ঘটেছে। আমাদের পার্টি অফিস দখল করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। এমনকি জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু খড়গপুরের রাজনীতির এত পতন ছিলনা। এবার আমাদের কাউন্সিলারেরই অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ব্যাপার।" তিনিয়ার বলেন,"আমি আশা করব যারা এর পিছনে রয়েছে প্রশাসন তাদেরকে খুঁজে বের করবে এবং শাস্তি দেবে।"