রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৮ জন, কমেছে মৃত্যুর হার

বুলেটিন অনুযায়ী এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্য়া ১৫৭৫। রাজ্য়ে এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ১০০৬ জন। 

Reported By: সুতপা সেন | Updated By: May 18, 2020, 11:58 PM IST
রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৮ জন, কমেছে মৃত্যুর হার

নিজস্ব প্রতিবেদন: গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ১৪৮ জনের শরীরে কোভিড ১৯ মিলেছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ২,৮২৫। করোনায় বাংলায় মৃত বেড়ে হয়েছে ১৭২। সোমবার সরকারি বুলেটিন অনুযায়ী এমনটাই জানানো হয়েছে।

আরও পড়ুন: চলছে চতুর্থদফার লকডাউন, জেনে নিন আপনার এলাকায় করোনার প্রকোপ কতটা

বুলেটিন অনুযায়ী এই মুহূর্তে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ১৫৭৫। রাজ্য়ে এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ১০০৬ জন। রাজ্যে করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা (৭০৬), এরপর রয়েছে হাওড়া(৩৮৩) , উত্তর ২৪ পরগনা (২০৬), হুগলি (১০০)।

দেখে নিন একঝলকে

১০মে  টেস্ট হয়েছে ৪০৩৬ জনের, পজেটিভ এসেছে ১৫৩ জনের রিপোর্ট, মৃত্যু হয়েছে ১৪ জনের। 
১১ মে টেস্ট হয়েছে ৪২০১ জনের, পজেটিভ এসেছে ১২৪ জনের  রিপোর্ট, মৃত্যু হয়েছে ৫ জনের।
১২ মে টেস্ট হয়েছে ৫০০৭ জনের, পজেটিভ এসেছে ১১০ জনের রিপোর্ট, মৃত্যু হয়েছে ৮ জনের। 
১৩ মে টেস্ট হয়েছে ৫০১০ জনের, পজেটিভ এসেছে ১১৭ জনের রিপোর্ট, মৃত্য়ু হয়েছে ৯ জনের। 
১৪ মে টেস্ট হয়েছে ৫২০৫ জনের, পজেটিভ এসেছে ৮৭ জনের রিপোর্ট, মৃত্য়ু হয়েছে ৮ জনের। 
১৫ মে টেস্ট হয়েছে ৬৭০৬ জনের, পজেটিভ এসেছে ৮৪ জনের রিপোর্ট, মৃত্য়ু হয়েছে ১০ জনের। 
১৬ মে টেস্ট হয়েছে  ৭৭৪৫ জনের, পজেটিভ এসেছে ১১৫ জনের রিপোর্ট, মৃত্যু হয়েছে ৭ জনের। 
১৭ মে টেস্ট হয়েছে  ৮৬৬৮ জনের, পজেটিভ এসেছে ১০১ জনের রিপোর্ট, মৃত্যু হয়েছে ৬ জনের। 

ইতিমধ্যেই জানানো হয়েছে, করোনা পরীক্ষার নিরিখে প্রথম সারিতেই রয়েছে কলকাতা। উল্লেখ্য, আজ থেকে শুরু হয়েছে চতুর্থদফার লকডাউন। বেশকিছু ক্ষেত্রে মিলেছে ছাড়। লকডাউন ৪.০ ও কীভাবে চলবে? বিস্তারিত তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। কনটেনমেন্ট জোনকে এবার বুথ-ভিত্তিতে ৩টি ভাগে ভাগ করা হবে। সোমবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মাস্ক পরা মাস্ট, মানতে হবে সোশ্যাল ডিসটেন্সিংও। কার্ফু জারি না হলেও সন্ধে সাতটার পর বাইরে বেরোলেই পুলিসি ব্যবস্থা  নেওয়া হবে।

সরকারি ও বেসরকারি অফিসে আপাতত ৩১তারিখ পর্যন্ত ৫০% কর্মী নিয়ে কাজ চলবে। সোশ্যাল ডিসটেন্সিং মেনে খুলতে পারে হোটেলও। ২১ মে থেকে খুলবে দোকানপাট। জোড়-বিজোড় তত্ত কার্যকর করে ২৭ তারিখ থেকে হকার্স মার্কেটও খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার। পাশাপাশি,এবার সেলুন, বিউটি পার্লারের দরজাও খোলা হবে। জানালেন মমতা। 

.