Howrah: হাওড়ায় তৃণমূলকর্মীকে গুলিতে ঝাঁঝরা! পুলিসের জালে ৬...
Howrah TMC Worker Death: শিবপুরের তৃণমূল কর্মী খুনের কিনারা করল হাওড়া সিটি পুলিস। গত ২৩ শে অক্টোবর রাতে জিটি রোডের ওপর তৃণমূল পার্টি অফিসের সামনে খুব কাছ থেকে গুলি করে এক তৃণমূল কর্মী আব্দুল কাদিরকে খুন করে দুষ্কৃতীরা। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক পাচার-সহ কমপক্ষে ১০ টি মামলা ছিল।
দেবব্রত ঘোষ: শিবপুরের তৃণমূল কর্মী খুনের কিনারা করল হাওড়া সিটি পুলিস। গত ২৩ শে অক্টোবর রাতে জিটি রোডের ওপর তৃণমূল পার্টি অফিসের সামনে খুব কাছ থেকে গুলি করে এক তৃণমূল কর্মী আব্দুল কাদিরকে খুন করে দুষ্কৃতীরা। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক পাচার-সহ কমপক্ষে ১০ টি মামলা ছিল। এই ঘটনার তদন্তে উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করা হয়। ঘটনার রাতেই একজনকে গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত পুলিস মোট ৬ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, একটি স্কুটি এবং বাইক। পুলিস জানিয়েছে, নিজেদের মধ্যে শত্রুতার জেরে এই খুন।
মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এক সাংবাদিক সম্মেলনে বলেন ঘটনার পর সঙ্গে সঙ্গে কলকাতা পুলিসকে সতর্ক করা হয়। সেই রাতে কলকাতা পুলিসের একটি দল ঘটকপুরে দুষ্কৃতীদের একটি স্কুটিকে তাড়া করলে স্কুটি ফেলে তারা পালিয়ে যায়। পুলিস খুনের সময় ব্যবহৃত স্কুটি এবং পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এরপর এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে মহম্মদ দানিশ এবং মহম্মদ ফৈয়াজ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ইতোমধ্যে তারা এখন পুলিস হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় সোর্স মারফত খবর পায় এই ঘটনার শুটার আফতাব ঘটনার পর উত্তরপ্রদেশে পালিয়ে যায়।
আরও পড়ুন:Raiganj: একেও বলতে হবে বাবা! নিজের ৫ বছরের মেয়েকেই গলা টিপে...
এরপর হাওড়া সিটি পুলিসের একটি তদন্তকারী দলকে সেখানে পাঠানো হয়। তারা গাজীপুর, আজিমগড় এবং বরাবাকি বিভিন্ন ডেরায় হানা দিয়ে আফতাব নামে ওই শুটারকে গ্রেফতার করে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে আজ হাওড়ায় নিয়ে আসা হচ্ছে। গতকাল পুলিস সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিস কমিশনারেটের নিমতা থানা এলাকা থেকে ভিকি এবং তৌফিক হোসেন ওরফে গেড়া নামে ২ কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল, একটি বাইক এবং নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ওই বাইক খুনের সময় ব্যবহার হয়েছিল কিনা। পুলিস কমিশনার জানিয়েছেন দুটি দুষ্কৃতি দলের শত্রুতার জন্য এই খুন। ২০১৪ সাল থেকে তাদের মধ্যে শত্রুতা ছিল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)