Kalna: জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে সম্পত্তি হাতানো‌! অসহায় বৃদ্ধ...

Kalna: দিন ১৫ আগে ঠাকুর দাস দাস  যখন ওই সম্পত্তির খাজনা দিতে যান বিএলআরও অফিসে যান, ওখানে গিয়ে তিনি জানতে পারেন সেই সম্পত্তি তার নয়। ২০২২ সালে ওই সম্পত্তির আইনত বৈধ মালিক তার প্রতিবেশী সমাপ্তি শীল দাস ও সুশান্ত দাস।

Updated By: Nov 20, 2024, 04:14 PM IST
Kalna: জ্যান্ত মানুষকে মৃত বানিয়ে সম্পত্তি হাতানো‌! অসহায় বৃদ্ধ...

সঞ্জয় রাজবংশী: জীবিত মানুষকে মৃত বানিয়ে নকল কাগজপত্র। সেই দিয়ে জাল দলিল তৈরি করে। অপরের  সম্পত্তি নিজের নামে করে সরকারী নথিতে নাম পরিবর্তনের অভিযোগ উঠল প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পূর্বস্থলী ২নং ব্লকের জাহাননগর পঞ্চায়েত অন্তর্গত দ্বীপে মাঠ এলাকায়।

জানা গিয়েছে, ঠাকুরদাস দাস তার সম্পত্তি, বাকি সমস্ত কিছুই ২০১৫ সালে তার মেয়ে হরিবালা দে ও জামাই গোপি দে কে সরকারি নিয়ম-বিধি মেনে  দানপত্র করে দেন। দিন ১৫ আগে ঠাকুর দাস দাস  যখন ওই সম্পত্তির খাজনা দিতে যান বিএলআরও অফিসে যান, ওখানে গিয়ে তিনি জানতে পারেন সেই সম্পত্তি তার নয়। ২০২২ সালে ওই সম্পত্তির আইনত বৈধ মালিক তার প্রতিবেশী সমাপ্তি শীল দাস ও সুশান্ত দাস। তখন তিনি বর্ধমানে গিয়ে ওই সম্পত্তির নকল দলিল তোলেন। সেই দলিলে তার মেয়ে এবং জামাই মৃত দেখানো হয়। এই বিষয়টি সম্বন্ধে প্রতিবেশী সুশান্ত দাসের কাছে জানতে চাওয়া হলে মারধরের হুমকি দেন। 

এই বিষয়ে নাদন ঘাট থানায় অভিযোগ দায়ের করেন। বেশ কিছুদিন চলে যাওয়ার পর কোনও প্রশাসনের তরফ থেকে কাজ না হওয়ায় তিনি মহাকুমার শাসকের দরবারে অভিযোগ জানান। যদিও এ বিষয়ে সমাপ্তি শীল দাস ক্যামেরার সামনে কিছু বলেননি, তিনি জানান ওঁরা এই বিষয়ে কিছু জানেন না।

আরও পড়ুন:Heath Centre Condition: হাসপাতাল চত্বর মদ্যপানের ঠিকানা, কোয়ার্টার গোরুর গোয়াল! স্বাস্থ্যকেন্দ্রের চূড়ান্ত অব্যবস্থা...

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.