নন্দীগ্রামের ধাঁচে এবার আন্দোলন হবে ভাটপাড়ায়, কাল থানা ঘেরাও, হুমকি অর্জুনের

তাঁর অভিযোগ,  “পুলিস লেলিয়ে অশান্তি পাকানো হচ্ছে। কীভাবে শান্ত থাকবে এলাকা? পুলিসের গুলিতে মারা গিয়েছে। পুলিস আবার তাদের বাড়িতে গিয়েই হামলা চালাচ্ছে। পুলিসকে নিরপেক্ষ হতে হবে।”

Updated By: Jun 20, 2019, 03:07 PM IST
নন্দীগ্রামের ধাঁচে এবার আন্দোলন হবে ভাটপাড়ায়, কাল থানা ঘেরাও, হুমকি অর্জুনের

 নিজস্ব প্রতিবেদন:  “নন্দীগ্রামের ধাঁচে এবার আন্দোলন হবে ভাটপাড়ায়। আগামিকাল থানা ঘেরাও করা হবে।” ভাটপাড়ায় অশান্তিতে  এক জনের মৃত্যু ঘটনায় প্রতিক্রিয়া  সাংসদ অর্জুন সিংয়ের।

 

তাঁর অভিযোগ,  “পুলিস লেলিয়ে অশান্তি পাকানো হচ্ছে। কীভাবে শান্ত থাকবে এলাকা? পুলিসের গুলিতে মারা গিয়েছে। পুলিস আবার তাদের বাড়িতে গিয়েই হামলা চালাচ্ছে। পুলিসকে নিরপেক্ষ হতে হবে।”

অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিস এলাকার দুই ফুচকাওয়ালার বাড়িতে অভিযান চালায়। তাঁরা পালানোর চেষ্টা করলে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ ছেতে তাঁদের গুলি করা হয়।

আজ ভাটপাড়ায় নতুন থানা উদ্বোধন হওয়ার কথা ছিল। থানা উদ্বোধন করার কথা ছিল ডিজির। তার আগেই শুরু হয় অশান্তি। ভাটপাড়া ফাঁড়ির ২০০ গজের মধ্যেই চলে বোমাবাজি। চলে গুলির লড়াই। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয় রামবাবু সাউ নামে এক জনের। এখনও এলাকার পরিস্থিতি থমথমে।

ভাটপাড়ায় সংসদীয় দল পাঠাচ্ছে বিজেপি, রিপোর্ট জমা পড়বে অমিত শাহ-র কাছে

ভাটপাড়ায় এতদিন পুলিস ফাঁড়ি ছিল। জগদ্দল থানার অন্তর্গত ছিল সেই ফাঁড়ি। ভোট পরবর্তী হিংসায় গত এক মাস ধরে উত্তপ্ত ভাটপাড়া। শান্তি ফেরানোর চেষ্টায় বার বার ব্যর্থ হতে হচ্ছে প্রশাসনকে। এলাকায় শান্তি ফেরাতে জগদ্দল থানা ভেঙে ভাটপাড়া থানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভাটপাড়া ফাঁড়িটি-ই বদলে যাচ্ছে  থানায়। নতুন থানার ওসি হওয়ার কথা ছিল রাজর্ষি দত্ত। কিন্তু সবই অশান্তির জন্য স্থগিত হয়ে যায়।

 

.