close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

ভাটপাড়ায় সংসদীয় দল পাঠাচ্ছে বিজেপি, রিপোর্ট জমা পড়বে অমিত শাহ-র কাছে

সেই রিপোর্ট জমা দেওয়া হবে অমিত শাহকে। এদিকে, ভাটপাড়ার অশান্তিতে নবান্নে বিশেষ বৈঠক চলছে। রয়েছেন মুখ্যসচিব।

Updated: Jun 20, 2019, 02:55 PM IST
ভাটপাড়ায় সংসদীয় দল পাঠাচ্ছে বিজেপি, রিপোর্ট জমা পড়বে অমিত শাহ-র কাছে

নিজস্ব প্রতিবেদন: ভাটপাড়ায় সংসদীয় দল পাঠাচ্ছে বিজেপি। ভাটপাড়ার অশান্তিতে কেন পুলিস গুলি চালিয়েছিল তা খতিয়ে দেখবে তারা। সেই রিপোর্ট জমা দেওয়া হবে অমিত শাহকে। এদিকে, ভাটপাড়ার অশান্তিতে নবান্নে বিশেষ বৈঠক চলছে। রয়েছেন মুখ্যসচিব।

 

অশান্তির জেরে ভাটাপাড়ায় থানা উদ্বোধনের অনুষ্ঠান ইতিমধ্যেই স্থগিত করে দেওয়া হয়েছে। মাঝপথ থেকে ফিরে গিয়েছেন ডিজি।

ভাটপাড়ায় গুলিচালনার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন সাংসদ অর্জুন সিং। তাঁর অভিযোগ,  “পুলিস লেলিয়ে অশান্তি পাকানো হচ্ছে। কীভাবে শান্ত থাকবে এলাকা? পুলিসের গুলিতে মারা গিয়েছে। পুলিস আবার তাদের বাড়িতে গিয়েই হামলা চালাচ্ছে। পুলিসকে নিরপেক্ষ হতে হবে।”

ভাটপাড়ার অশান্তি নিয়ে নবান্নে বৈঠক, রয়েছেন মুখ্যসচিব

আজ ভাটপাড়ায় নতুন থানা উদ্বোধন হওয়ার কথা ছিল। থানা উদ্বোধন করার কথা ছিল ডিজির। তার আগেই শুরু হয় অশান্তি। ভাটপাড়া ফাঁড়ির ২০০ গজের মধ্যেই চলে বোমাবাজি। চলে গুলির লড়াই। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয় রামবাবু সাউ নামে এক জনের। এখনও এলাকার পরিস্থিতি থমথমে।

ভাটপাড়ায় এতদিন পুলিস ফাঁড়ি ছিল। জগদ্দল থানার অন্তর্গত ছিল সেই ফাঁড়ি। ভোট পরবর্তী হিংসায় গত এক মাস ধরে উত্তপ্ত ভাটপাড়া। শান্তি ফেরানোর চেষ্টায় বার বার ব্যর্থ হতে হচ্ছে প্রশাসনকে। এলাকায় শান্তি ফেরাতে জগদ্দল থানা ভেঙে ভাটপাড়া থানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভাটপাড়া ফাঁড়িটি-ই বদলে যাচ্ছে  থানায়। নতুন থানার ওসি হওয়ার কথা ছিল রাজর্ষি দত্ত। কিন্তু সবই অশান্তির জন্য স্থগিত হয়ে যায়।