পড়াশোনার চাপেই আত্মগোপন, বাড়ি ফিরে এসে জানালেন বেলঘরিয়ার NEET পরীক্ষার্থী
বহরমপুর থেকে বাসে করে এসে দমদম বিমানবন্দরে নামেন রক্ষিত। এরপর বাড়িতে ফোন করেন তিনি। বাবা গিয়ে তাঁকে নিয়ে আসেন।
নিজস্ব প্রতিবেদন: পড়াশোনার অত্যাধিক তাপ চাপ থেকে মুক্তি পেতেই বাড়ি থেকে বেরিয়ে একটু একা সময় কাটিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরে এসে জানালেন বেলঘরিয়ায় ‘নিখোঁজ’ নিট পরীক্ষার্থী রক্ষিত মিত্তল।
বহরমপুর থেকে বাসে করে এসে দমদম বিমানবন্দরে নামেন রক্ষিত। এরপর বাড়িতে ফোন করেন তিনি। বাবা গিয়ে তাঁকে নিয়ে আসেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রক্ষিত মঙ্গলবার রাত আটটা নাগাদ বাড়ি থেকে স্কুটি নিয়ে বের হয়। বেলঘরিয়া আলমবাজার মন্দিরের সিসিটিভিতে তাঁকে পুজো দিতে দেখা যায় দেখা যায়। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি তিনি। মোবাইলে তাঁর শেষ টাওয়ার লোকেশন দত্তপুকুর এলাকায়। এরপর মোবাইলও সুইচ অফ হয়ে যায়। পরিবারের তরফে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়।
রাতেই বেলঘরিয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বুধবার সকালে বেলডাঙায় রাকশীতের স্কুটি ও হেলমেট উদ্ধার হয়। বেলডাঙার পুলিস গাড়ির কাগজপত্র খতিয়ে দেখে বেলঘরিয়া পুলিসের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু দেহ উদ্ধার না হওয়ায়, পুলিস সন্ধিহান হয়ে পড়ে। তদন্তকারী আধিকারিকরা মনে করতে থাকেন, পড়াশোনার চাপেই হয়তো আত্মগোপন করে থাকতে পারেন রক্ষিত। তদন্তকারী অফিসারদের কথাই শেষমেশ ঠিক হয়। বৃহস্পতিবার নিজেই বাড়ি ফিরে আসেন রক্ষিত।