৬০ হাজার ছুঁই ছুঁই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা, ১ দিনে মৃত আরও ৪০
সবমিলিয়ে রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ১,৩৭২ জনের।
![৬০ হাজার ছুঁই ছুঁই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা, ১ দিনে মৃত আরও ৪০ ৬০ হাজার ছুঁই ছুঁই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা, ১ দিনে মৃত আরও ৪০](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/26/264555-untitled-1.gif)
নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। তবে রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। রবিবার প্রকাশিত সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২,৩৪১ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৮, ৭১৮ জন। পাশাপাশি গচ ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪০ জনের। সবমিলিয়ে রাজ্যে করোনায় মোট মৃত্যু হয়েছে ১,৩৭২ জনের।
আরও পড়ুন: রাজ্যে স্বাস্থ্য বিভাগের অ্যাসিট্যান্ট সুপারিনটেনডেন্ট পদে শুরু হয়েছে নিয়োগ, আবেদন করুন আজই
অন্যদিকে সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে ফের সুস্থতার হার বেড়েছে। ২৬ জুলাই অনুযায়ী রাজ্যে সুস্থতার হার ৬৪.২৯ শতাংশ। গত ১দিনে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২,০৯৭ জন। এখনও পর্যন্ত মোট করোনামুক্ত হয়েছেন ৩৭,৭৫১ জন। উল্লেখ্য, করোনা সংক্রমণের নিরিখে এখনও তালিকার শীর্ষে রয়েছে কলকাতা(১৮,২০১), উত্তর ২৪ পরগনা(১২,৪০৮), দক্ষিণ২৪ পরগনা(৪,৪৪২) এবং হাওড়া(৬,৭৫৩)।
করোনা মোকাবিলায় ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। করোনা সংক্রান্ত যেকোনও প্রয়োজনে চালু হয়েছে হেল্পলাইন নম্বরও। আগামী সপ্তাহে বুধ এবং শনিবার রাজ্যজুড়ে লকডাউন জারি থাকবে।