রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড; একদিনে সংক্রমিত ৫৪২, মৃতের সংখ্যা ১০

২৬ জুন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৬। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১০,৫৩৫ জন। 

Reported By: সুতপা সেন | Edited By: Priyanka Dutta | Updated By: Jun 26, 2020, 11:40 PM IST
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যায় রেকর্ড; একদিনে সংক্রমিত ৫৪২, মৃতের সংখ্যা ১০
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সমস্ত রেকর্ড ভেঙেই রাজ্যে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় সংক্রমিত হয়েছেন ৫৪২ জন। এই নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬,১৯০ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে  ১০ জনের। ২৬ জুন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৬। এখনও পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১০,৫৩৫ জন। এই মূহুর্তে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫,০৩৯। সুস্থতার হার বেড়েছে ৬৫.০৭ শতাংশ।

আরও পড়ুনবিবাহ বহির্ভূত সম্পর্কের জের! কাঁচি দিয়ে প্রেমিককে খুন করল প্রেমিকা 

 সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২৬ জুন পর্যন্ত রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছে ৪,৩৯,২৫৮। তাঁদের মধ্য ৩.৬১ শতাংশ নমুনা পজেটিভ এসেছে। রাজ্যে মোট ৫০টি ল্যাবে করোনা পরীক্ষার সরকারি অনুমোদন রয়েছে। সরকারি তথ্য বলছে, আক্রান্তের নিরিখে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে কলকাতা (৫,০১৪) দক্ষিণ ২৪ পরগনা (২,৪২৮), হাওড়া (২,৩৭৫)। 

দেশে একদিনে ফের রেকর্ড সংক্রমন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ। প্রথমবার দৈনিক সংক্রমণ ১৭ হাজার ছাড়াল। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা  ৪ লক্ষ ৯০ হাজার পার করল। এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩০১ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪০৭ জনের। আশা শুধুমাত্র সুস্থতার হার। এখনও পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ২ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষ।

.