রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৩৫৮, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬৯ জনের

একদিনে ভাইরাস কেড়ে নিয়েছে  ১৪ জনের প্রাণ। তবে স্বস্তির খবর একটাই। রাজ্যে সুস্থতার হার গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯০ জন। 

Reported By: সুতপা সেন | Edited By: Priyanka Dutta | Updated By: Jun 22, 2020, 11:00 PM IST
রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪,৩৫৮, এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬৯ জনের

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে করোনা পরিস্থিতিতে সামান্য স্বস্তি। সুস্থতার হার প্রায় ৬০ শতাংশ। এ কথা আজই নবান্নে জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন রাজ্যে বাড়ছে টেস্টের সংখ্যাও। গড়ে এখন ১০ হাজারের বেশি টেস্ট হচ্ছে রাজ্যে। তবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যেও। 

আরও পড়ুন: রাজ্যে ৬০ শতাংশ ছুঁই ছুঁই সুস্থতার হার, জেনে নিন আপনার জেলার করোনা পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১৪ জন। সংক্রমিত মোট ১৪,৩৫৮। এখনও পর্যন্ত রাজ্যে কোভিড-১৯ এ মৃত্যু হয়েছে ৫৬৯ জনের। একদিনে ভাইরাস কেড়ে নিয়েছে  ১৪ জনের প্রাণ। তবে স্বস্তির খবর একটাই। রাজ্যে সুস্থতার হার গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯০ জন। 

আরও পড়ুন: শুধু শাশুড়ি নয়, বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে বিমানে কলকাতা এসেছিলেন অমিত

দেশে করোনার আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১৩ হাজার ৭০০ মানুষের। একদিনে মৃতের সংখ্যায় রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৫ জনের। এ ক্ষেত্রেও আশা শুধুমাত্র সুস্থতার হারে। 

দেশে সুস্থতার হার ৫৫.৭৭ শতাংশ। সংক্রমণের নিরিখে মহারাষ্ট্র এখনও সবার আগে। আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৮ হাজারেরও বেশি। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। আক্রান্ত ৫৬ হাজার ৮৪৫। সামান্য পিছনেই দিল্লি। 

.