কয়েক লক্ষ টাকার সম্পত্তি রেখে চোর নিয়ে পালাল কেবল খুচরো কয়েন!
শোকেস বোঝাই দামী ইনজেকশন ও এন্টিবায়োটিক। ছুঁয়েও দেখল না চোর। নিয়ে গেল জার বোঝাই খুচরো পয়সা। চোর ধরতে কালঘাম ছুটছে রাজগঞ্জ থানার পুলিশের।
নিজস্ব প্রতিবেদন: শোকেস বোঝাই দামী ইনজেকশন ও এন্টিবায়োটিক। ছুঁয়েও দেখল না চোর। নিয়ে গেল জার বোঝাই খুচরো পয়সা। চোর ধরতে কালঘাম ছুটছে রাজগঞ্জ থানার পুলিশের।
আরও পড়ুন: নারদকাণ্ডে নয়া মোড়, এবার ‘অ্যাপল’-কে চিঠি সিবিআইয়ের
গত শুক্রবার রাতে তালমার শুভাশিস মেডিকো তে শাটার তুলে দোকানে ঢোকে চোর দুই চোর। এদিক ওদিক খুজবার পর দোকানের ক্যাশ কাউন্টারের নিচ থেকে বের করে দুটো খুচরো বোঝাই জার। এরপর দোকানের আর কিছুতে হাত না দিয়ে চম্পট দেয় চোর। মিনিট দুয়েকের নিখুত অপারেশন ধরা পরে সি সি টিভি ক্যামেরায়।
আরও পড়ুন: দাঙ্গাবাজদের ধরে দিতে পারলেই মিলবে চাকরি-টাকা : মমতা
রাজগঞ্জের বেলাকোবা এলাকার বাসিন্দা দোকান মালিক অরুন দাস জানান, ‘ব্যাঙ্ক খুচরো নিতে চায় না। তাই আমার দোকানের গত ১ বছর ধরে প্রায় ৪০ হাজার টাকার কয়েন পড়ে আছে। আর সেই দিন রাতে চোর তা নিয়ে গেল। আমি থানায় অভিযোগ জানিয়েছি।‘
আরও পড়ুন: পুকুরে পাড়েই সন্ধ্যার পর মিলছে তার পায়ের ছাপ! এবার আতঙ্ক মধুপুরে
রাজগঞ্জ থানার ও সি তমাল দাস জানান, ঔষধের দোকানের পাশাপাশি জলপাইগুড়ি জেলার আরও একটি মোবাইলের শোরুমে একই কায়দায় চোর ধুকেছিল। তদন্ত চলছে।