Weather Today: এখনই বর্ষার আশা নেই দক্ষিণবঙ্গে! অপেক্ষার আর কত দিন?
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে।
অয়ন ঘোষাল: এখনই বর্ষার আশা নেই দক্ষিণবঙ্গে। দশ জুনের পর নিশ্চিত করে জানা যাবে কবে থেকে শুরু হবে বর্ষা। তার আগে পর্যন্ত আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি বহাল থাকবে শহরে।
তবে গত দুদিনের তুলনায় বুধ এবং বৃহস্পতিবার অস্বস্তি কিছুটা কম থাকবে। আকাশ মূলত মেঘলা থাকবে বলেই জানা গেছে। বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে তাপমাত্রা কমা অথবা স্বস্তি ফেরার আশা অত্যন্ত ক্ষীণ বলেও জানানো হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাম বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কাল দিনের তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি। রাতের তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। দুটি তাপমাত্রাই স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি বলে জানা গেছে। আপেক্ষিক আর্দ্রতা ৮৬ শতাংশ। বৃষ্টি খুবই কম হয়েছে।
আরও পড়ুন: Ketugram: ভিনরাজ্যে পালানোর ছক বানচাল, স্ত্রীর কব্জি কাটাকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে গরম এবং আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।