হুমকি তোয়াক্কা না করেই ভোট, ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক মার এলাকার মহিলাদের
ঘটনাটি ঘটেছে বুদবুদ থানা এলাকার নতুনপল্লীতে।
নিজস্ব প্রতিবেদন: ফের ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বুদবুদ। অভিযোগ হুমকি তোয়াক্কা না করে ভোট দেওয়ায় আক্রান্ত একাধিক সাধারণ পরিবার। অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনাটি ঘটেছে বুদবুদ থানা এলাকার নতুনপল্লীতে। অভিযোগ বেশ কয়েকদিন ধরেই বুদবুদ থানা এলাকার নতুনপল্লী ও দক্ষিণ শুকডাল এলাকার বাসিন্দাদের ভোট দিতে না যাওয়ার হুমকি দিচ্ছিল তৃণমূলের কর্মী সমর্থকরা। আতঙ্কিত ৬টি পরিবার পুলিস ও নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। অভিযোগের ভিত্তিতে পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এলাকার বাসিন্দাদের। তাতেই শাসকদল আরও বেশি রেগে যায় বলে দাবি বাসিন্দাদের।
আরও পড়ুন: ইঁট, বাঁশের আঘাতে গুরুতর জঘম মহিলা-সহ তিন, অভিযুক্ত বিজেপি
ঘটনায় আক্রান্ত অর্পিতা দে জানিয়েছেন, "গত কয়েকদিন ধরেই ভোট দিতে না যাওয়ার হুমকি দিচ্ছিল তৃণমূলের ছেলেরা। এদিন ভোট দিতে যাওয়ায় সন্ধ্যায় প্রায় ৩০-৪০ জন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। বাড়ির উঠোনো চুলের মুঠি ধরে ফেলে মারধর করে, মাথায় মারে। আমার স্বামীকেও মারে ওরা।" সুচিত্রা আচার্য নামে আর এক আক্রান্ত জানান," দোকানে হামলায় চালিয়েছে দুষ্কৃতিরা। দোকানে ভাঙচুরের পাশাপাশি স্বামী, আমার দাদা ও ছেলেকেও মারধর করেছে। পরনের শাড়ি ছিঁড়ে দেয়। হুমকি দিয়ে গেছে, এলাকায় থাকতে দেবে না। আতঙ্কে রয়েছি।"
অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা উত্তম মুখার্জী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।