ফের উত্তপ্ত নানুর, মনসা পুজোর জলসাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত ৩
বিজেপি নেতৃত্বের অভিযোগ, জলসা চলাকালীনই সেখানে আচমকাই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
নিজস্ব প্রতিবেদন : রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর। শুক্রবার নানুরের রামকৃষ্ণপুরে মনসা পুজো উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে হঠাত্ই ছড়ায় অশান্তি। শুরু হয় গুলিবর্ষণ ও বোমাবাজি। আহত হন তিন বিজেপি কর্মী। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাদের উপর আচমকা হামলা চালায়। তৃণমূল বিজেপির অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর থেকে উত্তপ্ত গোটা এলাকা। তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ।
সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় রামকৃষ্ণপুর গ্রামে মনসা পুজো উপলক্ষ্যে একটি জলসার আয়োজন করা হয়। সেখানে হাজির ছিলেন ওই বিজেপি কর্মীরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, জলসা চলাকালীনই সেখানে আচমকাই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শুরু হয় প্রবল বোমাবাজি। এমন কী গুলিবর্ষণও শুরু হয়। সেই সময়েই বোমার আঘাতে আহত হন দুই বিজেপি কর্মী। এ ছাড়াও সরুপ গড়াই নামের এক বিজেপি কর্মী গুলিবিদ্ধ হন। তাঁর বুকে গুলি লাগে। অন্যদিকে বিজেপির দিক থেকে পাল্টা হামলাও চালানো হয় বলে অভিযোগ। এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন: বধুর গায়ে আগুন দিয়ে খুনের চেষ্টা, শ্বশুর-শাশুড়ি ও স্বামীকে গণপিটুনি বাপের বাড়ির সদস্যদের