Polba Fraud| Hooghly: নীলবাতির গাড়ি চড়ে চলছিল হুমকি-তোলাবাজি, রাতের টহলের সময়ে ধরে ফেলল পুলিস

Polba Fraud| Hooghly:  কালনা থেকে হারিট যাওয়ার সময়ে একটি ইট বোঝাই ট্রাক্টর আটকে ২ লাখ টাকা দাবি করে ওই তিনজন। পুলিস পৌঁছতেই তাদের প্ল্যান ভেস্তে যায়

Updated By: Nov 26, 2023, 04:41 PM IST
Polba Fraud| Hooghly: নীলবাতির গাড়ি চড়ে চলছিল হুমকি-তোলাবাজি, রাতের টহলের সময়ে ধরে ফেলল পুলিস

বিধান সরকার: সরকারি অফিসার পরিচয় দিয়ে গাড়ি আটকে তোলাবাজি। হুগলির পোলবা থেকে গ্রেফতার হল ৩ যুবক। এর আসে শ্রীরামপুরে আয়কর অফিসার সেজে টাকা আদায়, রিষড়ায় ভুয়ো সিবিআই অফিসার সেজে টাকা তোলার ঘটনা ঘটেছে। এবার পোলবায় ধরা পড়ল নীলবাতি নিয়ে ঘোরা ভুয়ো সরকারি অফিসার।

আরও পড়ুন-চিংড়িঘাটাকাণ্ডে গ্রেফতার অভিযুক্ত; দুষ্কৃতীকে দুষ্কৃতীর মতোই দেখতে হবে, সরব সুজিত

পুলিস সূত্রে খবর, শনিবার রাত তিনটে নাগাদ সরকারি বোর্ড দেওয়া ও নীল বাতি লাগানো একটি গাড়ি দিল্লি রোডের উপরে রাজহাট মোড়ে একটি পানশালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পোলবা থানার পুলিস। রাতের প্য়াট্রোলের সময়ে নীলবাতি লাগানো ওই স্করপিও গাড়িটি নজরে আসে পুলিসের। ওই গাড়িতেই ছিল ৩ যুবক।

কালনা থেকে হারিট যাওয়ার সময়ে একটি ইট বোঝাই ট্রাক্টর আটকে ২ লাখ টাকা দাবি করে ওই তিনজন। পুলিস পৌঁছতেই তাদের প্ল্যান ভেস্তে যায়। এমনটাই অভিযোগ। টাকা না দিলে জরিমানা হবে, ভুয়ো কেস দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে বলে ওই তিনজন ট্রাক্টর চালককে হুমকি দেয়। ট্রাক্টর চালকদের কাছে ওই অভিযোগ পেয়ে তিন যুবককে গ্রেফতার করে পুলিস।

অভিযুক্ত ৩ যুবক চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা। ধৃত তিনজনের নাম কার্তিক অধিকারী, প্রীতম গায়েন ও কুন্তল সাহা। এদের একজন রং মিস্ত্রি, একজন ওষুধ সাল্পাই করে এবং তৃতীয়জন গাড়ি চালায়। ধৃতদের বিরুদ্ধে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে তোলবাজি, ছিনতাইয়ের চেষ্টার মামলা রুজু করেছে পুলিস। স্করপিও গাড়িটি কার? কোন সরকারি অফিসে দেওয়া রয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিস।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.