বারুইপুরে চোর সন্দেহে গণধোলাই ৩ জনকে
সোমবার রাতে সীতাকুণ্ডু কেবাইতপুর এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা।
নিজস্ব প্রতিবেদন: বারুইপুরে চোর সন্দেহে তিন ব্যক্তিকে গণধোলাই। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ‘আমি অমিতাভ বচ্চন বলছি’, লটারিকাণ্ডে শাহেনশার গলা নকল করে প্রতারণা
সোমবার রাতে সীতাকুণ্ডু কেবাইতপুর এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। এক কন্ট্রাক্টরের বাড়ির সামনে তাঁরা ঘুরে বেরাচ্ছিল। স্থানীয়রাই বাড়ি থেকে বেরিয়ে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তাদের কথায় অসঙ্গতি মেলায় তিন জনকে আটক করেন স্থানীয়রা।
আরও পড়ুন: লটারি প্রতারণাকাণ্ড: ‘মাস্কিং কনসেপ্ট’ ও ‘কল স্পুফিং’র মাধ্যমে পাকিস্তান, দুবাই থেকে চলত কারসাজি
তাদের বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, একটি গাড়িতে পাঁচ জন এসেছিল। কন্ট্রাক্টারের বাড়ির সামনে থাকা লোহারপাইপ গাড়িতে তুলছিল তারা। সেইসময় হাতেনাতে ধরা হয় তিনজনকে। বাকি দুজন চম্পট দেয়। তদন্তে নেমেছে পুলিস।