অত বড় পায়ের ছাপ কার? বাঘের আতঙ্কে কাঁপছে বীরভূমের গ্রাম

কয়েক দিন আগেই পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের গ্রামে বাঘের কামড়ে এক জনের মৃত্যু হয়। আর তারপর গ্রামে পায়ের ছাপ!

Updated By: Oct 20, 2019, 04:17 PM IST
অত বড় পায়ের ছাপ কার? বাঘের আতঙ্কে কাঁপছে বীরভূমের গ্রাম
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন : এবার বীরভূমে বাঘের আতঙ্ক! বীরভূমের মুরারইয়ের বালিয়া গ্রামে বাঘের আতঙ্কে ত্রস্ত গ্রামবাসীরা।

জানা গিয়েছে, বাসলোয় নদীর ধারে অবস্থিত বালিয়া গ্রাম। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল রাত ৮টা নাগাদ গ্রামের এক স্কুলের পাশের বাগানে নাকি বাঘ দেখা গিয়েছে!। কয়েকজন নাকি বাঘ দেখতে পান!

এই খবর চাউর হতেই আতঙ্ক ছড়ায় গ্রামে। হই-হল্লা শুরু হয়ে যায়। লাঠি, মশাল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। তাঁদের দাবি, বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন তাঁরা। খবর পেয়ে গ্রামে আসে মুরারই থানার পুলিস।

আরও পড়ুন, দামোদরের জলে ভাসছে পুরশুড়ার বিশাল এলাকা, জল বাড়ায় বড় ক্ষতির আশঙ্কায় মানুষজন

ওই পায়ের ছাপ আদৌ বাঘের নাকি অন্য কোনও জন্তুর, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রামবাসীরা বলছেন, ২ দিন আগে বাসলোয় নদী কানায় কানায় জলে পূর্ণ ছিল। ঝাড়খণ্ডের পাহাড় থেকে নদী সাঁতরে বাঘ গ্রামে ঢুকে থাকতে পারে বলে দাবি তাঁদের।

জানা গিয়েছে, কয়েক দিন আগেই পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের গ্রামে বাঘের কামড়ে এক জনের মৃত্যু হয়। আর তারপর গ্রামে পায়ের ছাপ! সবমিলিয়ে আতঙ্কে রাতের ঘুম উড়ে গিয়েছে বালিয়াবাসীদের।

.