তৃণমূল-বিজেপি সংঘর্ষে বর্ধমানের নীলপুরে জখম ৮
সংঘর্ষের ঘটনায় শাসক, বিরোধী দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।
নিজস্ব প্রতিবেদন : তৃণমূল-বিজেপি সংঘর্ষে আহত উভয়পক্ষের মোট ৮ জন। বর্ধমান শহরের নীলপুরের ১২ নম্বর ওয়ার্ডে সংঘাতে জড়ায় দু-পক্ষ। সংঘর্ষের ঘটনায় শাসক, বিরোধী দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে র্যাফ ও বর্ধমান থানার বিশাল পুলিস বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজেপির অভিযোগ, বিজেপি কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে তা ছিঁড়ে দেওয়া হয়। খুলে দেওয়া হয় পতাকা। এর প্রতিবাদ করলে বিজেপি কর্মীদের উপর লাঠি, রড নিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। হামলার জেরে ৬ জন বিজেপি কর্মী জখম হয়েছেন। বিজেপির অভিযোগের পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, তাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। লাঠি, রড দিয়ে দুজন কর্মীকে মারধরও করা হয়।
সংঘর্ষের ঘটনায় বিজেপি যুব নেতা শুভম নিয়োগী দাবি করেন, তৃণমূলের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। তাদের কর্মীরা নানা এলাকায় শক্তিকেন্দ্র খুলেছেন সংগঠনের প্রসার ঘটাতে। এতে বিচলিত হয়ে বারবার হামলা চালাচ্ছে শাসকদল। তাঁরা গণতান্ত্রিকভাবে এর প্রতিবাদ জানাবেন। অন্যদিকে জেলা যুব তৃণমূল সভাপতি রাসবিহারী হালদারের দাবি, বিজেপির কোনও সংগঠন নেই। কোনও কর্মী নেই। ওদের কোনও দলীয় কার্যালয় নেই নীলপুরে। সবাই তৃণমূলে যোগ দিচ্ছে। তাতেই ওরা ভয় পেয়ে গিয়েছে। ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিসে হামলা চালায়।
আরও পড়ুন, বাংলাকে Modi-র হাতে তুলে দেবে; ডায়মন্ডহারবারের একটা আসনে জিতে দেখাও, চ্যালেঞ্জ অভিষেকের