বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গোয়ালতোড়

১৯ জানুয়ারি ব্রিগেডে মুখ্যমন্ত্রী সভায় যোগদানের বার্তা দিয়ে শনিবার সকালে গোয়ালতোড়ের কানতোড় থেকে আমলাশুলি পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকরা।

Updated By: Jan 5, 2019, 02:49 PM IST
বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র গোয়ালতোড়

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের মিছিলে বিজেপির হামলার অভিযোগ। ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের হুমগড় এলাকা।

আরও পড়ুন: খড়দহ ‘গণধর্ষণ’কাণ্ড: স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক, মূল অভিযুক্তের বয়ানে নয়া মোড়

১৯ জানুয়ারি ব্রিগেডে মুখ্যমন্ত্রী সভায় যোগদানের বার্তা দিয়ে শনিবার সকালে গোয়ালতোড়ের কানতোড় থেকে আমলাশুলি পর্যন্ত মিছিল করেন তৃণমূল কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, কয়েকজন তৃণমূল কর্মী তাদের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের পতাকা লাগানোর চেষ্টা করছিলেন। তারা বাধা দেওয়াতেই গণ্ডগোল বাধে। কথা কাটাকাটি হাতাহাতিতে গড়ায়।

আরও পড়ুন, প্রতিবেশী যুবকের সঙ্গে শারীরিক সম্পর্ক! কিশোরীর চিত্কারে বাড়ির লোক ছুটে এসে দেখল...

তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকরা বাঁশ লাঠি নিয়ে তাঁদের মিছিলে হামলা করেন। মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলে অভিযোগ। দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। বাঁশ-লাঠি নিয়ে চলে একে অপরের ওপর হামলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালতোড় থানার পুলিস।  পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনও এলাকা থমথমে রয়েছে। বেশ কয়েকজন সংঘর্ষে আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.