নিজস্ব প্রতিবেদন: দুপক্ষের সংঘর্ষে উত্তপ্ত পালিতপুর উত্তরপাড়া। এলাকার দখল কাদের হাতে থাকবে তা নিয়ে টানাপোড়েনের জেরে তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 দুটি বিবদমান রাজনৈতিক দলের সমর্থকদের বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল দু’পক্ষই থানায় অভিযোগ করেন। তৃণমূল কর্মীদের বক্তব্য, এলাকায় বেশিরভাগ লোক বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত। মাত্র কয়েকঘর তৃণমূল সমর্থক রয়েছেন। তারা ২০১২ থেকেই দল করছেন।
তৃণমূল সমর্থকদের অভিযোগ আচমকা লাঠি টাঙ্গি নিয়ে বিজেপি সমর্থকরা তাঁদের উপর চড়াও হন। একজন মহিলার শ্লীলতাহানির চেষ্টা হয়। বাধা দিলে বেধড়ক মারা হয় তাঁদের। লাঠি বটি দিয়ে মাথায় কোপ মারা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল, জানালেন ছেলে অভিজিত্

 বুধবার রাতে বর্ধমান থানায় তাঁরা অভিযোগ করেন। উল্টোদিকে বিজেপি সমর্থকদের অভিযোগ এলাকাকে সন্ত্রস্ত করতে চাইছে তৃণমূল দুস্কৃতীরা। তাঁরা বিজেপি সমর্থকদের রাস্তায় মারধোর করছে। এক ব্যক্তিকে ধারলো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে বলে অভিযোগও।
পুলিসের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তাঁরা। পালিতপুরের কাছে কিছু কারখানার দখল নিয়েই এই সংঘর্ষের সূত্রপাত বলে স্থানীয়দের বক্তব্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এলাকা থমথমে।