International Yoga Day: একাসনে একযোগে যোগা বিজেপি বিধায়ক-তৃণমূল কাউন্সিলরের! বেনজির রাজনৈতিক সৌজন্য়
সরকারি বরাদ্দ টাকায় যদি কাজ না শেষ হয়, তাহলে প্রয়োজনে বিধায়ক উন্নয়ন তাহবিলের টাকায় তিনি সাহায্য করবেন বলেও আশ্বাস দিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই।
চিত্তরঞ্জন দাস: বিজেপি বিধায়কের সঙ্গেই 'একাসনে' তৃণমূল কাউন্সিলর। 'একযোগে' যোগায় ব্যস্ত 'যুযুধান' দু'পক্ষ। আন্তর্জাতিক যোগা দিবসে ক্যামেরাবন্দি হল রাজনৈতিক সৌজন্যের এমনই ছবি। শুধু তাই নয়, তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে একটি কংক্রিটের মঞ্চ তৈরিতে প্রয়োজনে বিধায়ক উন্নয়ন তাহবিলের টাকা দেবেন বলেও তৃণমূল নেতাকে প্রতিশ্রুতি দিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই।
২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা তরুণ সংঘ ক্লাব আন্তর্জাতিক যোগা দিবসে ক্লাবের মাঠে কচিকাঁচাদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের নিয়েও যোগা দিবসের এক বিশেষ অনুষ্ঠান হয়। যেখানে স্বয়ং দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও দুর্গাপুর নগর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মানস রায় একসাথে যোগব্যায়াম করলেন।
দুই ভিন্ন মেরুর রাজনৈতিক নেতৃত্ব একসাথে মঞ্চে উঠলেন। একে অপরের সাথে আলাপচারিতায় ব্যস্ত থাকলেন। এখানেই শেষ নয়। পলাশডিহা তরুণ সংঘের মাঠে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের টাকায় একটি মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর মানস রায়ের উদ্যোগেই গোটা কাজটা হচ্ছে। এখন সরকারি বরাদ্দ টাকায় যদি কাজ না শেষ হয়, তাহলে প্রয়োজনে বিধায়ক উন্নয়ন তাহবিলের টাকায় তিনি সাহায্য করবেন বলেও আশ্বাস দিলেন বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই।
রাজনীতির ছুৎমার্গ ভুলে শহর দুর্গাপুর এক রাজনৈতিক সৌজন্যের ছবি দেখলো। বিভিন্ন রকম শারীরিক কসরত করতে দেখা যায় দুই ভিন্ন রাজনৈতিক দলের দুই নেতাকেই।