শান্তির আবেদন করলেন রাজনৈতিক হিংসায় উদ্বিগ্ন রাজ্যপাল
রাজ্যপাল তাঁর আহ্বানে জানিয়েছেন, রাজ্যের ঐতিহ্য বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। তবেই রাজ্যে উন্নয়ন সম্ভব। এদিন লোকসভা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে রাজ্যবাসীর কাছে শান্তির আবেদন করলেন রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী। এদিন তিনি এক বিবৃতিতে একথা জানিয়েছেন রাজ্যপাল।
রাজ্যপাল তাঁর আহ্বানে জানিয়েছেন, রাজ্যের ঐতিহ্য বজায় রেখে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। তবেই রাজ্যে উন্নয়ন সম্ভব। এদিন লোকসভা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনি।
বাংলায় সাফল্যের পর মমতাকে 'জয় শ্রী রাম' কুর্তি উপহার পাঠালেন বিজেপি নেতা
গত বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বিক্ষিপ্ত হিংসা। কোচবিহার, মেদিনীপুর-সহ একাধিক জায়গায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে তৃণমূলের পার্টি অফিস দখল করার অভিযোগ উঠেছে। বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন তৃণমূলকর্মীরা। তবে বিজেপির তরফে এই ধরণের হিংসায় দলের সমর্থন নেই বলে স্পষ্ট করা হয়েছে। শান্তির আহ্বান করা হয়েছে দলের তরফে।