বাসন্তীতে তৃণমূলের এলাকা দখলের লড়াইয়ের বলি স্কুলফেরত চতুর্থ শ্রেণির ছাত্র

ঠিক ওই সময়েই স্কুল শেষে গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন চতুর্থ শ্রেণির ছাত্র রিয়াজুল মোল্লা। পরিস্থিতি যে কতটা উত্তপ্ত, তা বোধহয় আঁচ করতে পারেনি সে। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে সে।

Updated By: Jan 18, 2018, 07:07 PM IST
বাসন্তীতে তৃণমূলের এলাকা দখলের লড়াইয়ের বলি স্কুলফেরত চতুর্থ শ্রেণির ছাত্র

নিজস্ব প্রতিবেদন:  তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের বলি হতে হল এক নিরীহ বালকের। কর্তব্য পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হল পুলিসও। বুকে গুলি লেগেছে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন আহত পুলিস কর্মী।

এলাকা দখল নিয়ে বেশ কিছু দিন ধরেই উত্তপ্ত ছিল বাসন্তী হেতাল পারিখ গ্রাম। বৃহ্স্পতিবার পরিস্থিতি আরও তেঁতে ওঠে। শুরু হয় বোমাবাজি। প্রতিরোধ গড়তে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে অপর পক্ষ। দোকানপাট বন্ধ করে এলাকা ছাড়েন অনেকেই। কার্যত বনধের চেহারা নেয় এলাকা।

আরও পড়ুন: গরুতে খেয়েছে ভুট্টা গাছ, ছেলের হাতে খুন বাবা

ঠিক ওই সময়েই স্কুল শেষে গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন চতুর্থ শ্রেণির ছাত্র রিয়াজুল মোল্লা। পরিস্থিতি যে কতটা উত্তপ্ত, তা বোধহয় আঁচ করতে পারেনি সে। কিছু বুঝে ওঠার আগেই দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে সে।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন রিয়াজুলকে। ওদিকে, ততক্ষণে আরও উত্তপ্ত হয়ে উঠেছে গ্রাম। বোমা-গুলির লড়াই থামাতে গিয়ে গুলিবিদ্ধ হন এক পুলিস কর্মীও। তাঁর বুকে গুলি লেগেছে। তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: চোখ উপড়ানো! অ্যাসিড ঢেলে মালদার শ্রমিককে খুনের অভিযোগ জয়পুরে

রাজনৈতিক সংঘর্ষে এর আগেও একাধিকবার উত্তপ্ত হয়ে উঠেছে বাসন্তী। এবার সেই লড়াইয়ের বলি হল এক চতুর্থ শ্রেণির ছাত্র। প্রশ্ন রইল, তবে কার জন্য লড়াই?

.