তৃণমূলনেতাকে খুন করতে এসে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক, চাপের মুখে নাম বলল দলেরই নেতার

গ্রামবাসীদের তত্পরতায় ধরা পড়ে যায় দুলাল মণ্ডল ও পার্বতী কয়াল। পরে তাদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, চাপের মুখে পড়ে ওই দুই যুবক তাদের ‘মাথা’র নাম স্বীকার করেছে।  

Updated By: Aug 16, 2020, 07:43 AM IST
তৃণমূলনেতাকে খুন করতে এসে হাতেনাতে ধরা পড়ল দুই যুবক, চাপের মুখে নাম বলল দলেরই নেতার
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলনেতাকে খুন করতে এসে ধৃত দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ইটখোলা অঞ্চলে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  ইটখোলা অঞ্চলের যুব সভাপতি ইন্দ্রজিৎ সর্দারকে রাত দুটোর সময়ে দুই যুবক খুন করতে আসে। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল।
গ্রামবাসীদের তত্পরতায় ধরা পড়ে যায় দুলাল মণ্ডল ও পার্বতী কয়াল। পরে তাদের পুলিসের হাতে তুলে দেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, চাপের মুখে পড়ে ওই দুই যুবক তাদের ‘মাথা’র নাম স্বীকার করেছে।

আরও পড়ুন: 'স্বাধীন ভারত অমর রহে' স্লোগান তুলে তীব্র সমালোচনার মুখে দিলীপ
ইটখোলা অঞ্চলের উপপ্রধান খতিব সর্দার এবং দীপঙ্কর মন্ডল ইন্দ্রজিত্ সর্দারকে খুন করার জন্য তাদের সুপারি দিয়েছিল বলে চাপের মুখে স্বীকার করেছে ধৃতরা। এমনটাই দাবি গ্রামবাসীদের। পুলিস দুজনকে গ্রেফতার করেছে।
এপ্রসঙ্গে এলাকার প্রধান খতিব সর্দার বলেন, "যুব তৃণমূলের নাম করে বিজেপি আশ্রীত গুণ্ডারাই এই কাজ করছে। বাচ্চা বাচ্চা ছেলেগুলোর হাতে মেশিন ধরিয়ে দিচ্ছে। তারপর পুলিস ঢেকে ধরিয়ে দিচ্ছে।"

Tags:
.