TMC: সুন্দরবনের জমি দখল করছে তৃণমূল নেতা? অভিযোগ বন দফতরের-ই!

তাঁর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পিয়ালী রেঞ্জের বিট অফিসার ৷ তাঁর অভিযোগ, কাজে বাধা দেওয়াতেই তাঁর নামে দুর্নাম ছড়ানো হচ্ছে ৷

Updated By: Dec 4, 2023, 11:36 AM IST
TMC: সুন্দরবনের জমি দখল করছে তৃণমূল নেতা? অভিযোগ বন দফতরের-ই!

তথাগত চক্রবর্তী: তৃণমুল নেতার বিরুদ্ধে সুন্দরবনের জমি দখলের অভিযোগ খোদ বন দফতরের ৷ পালটা বন দফতরের আধিকারিকের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ৷ ঘটনায় কুলতলি থানায় অভিযোগ দায়ের বন দফতরের ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিস ৷  এমনটাই জানা গিয়েছে পুলিস সূত্রে ৷ আপাতত বন্ধ রয়েছে মাটি ফেলার কাজ ৷ 

কুলতলি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গুণধর সর্দারের পরিবারের বিরুদ্ধে অভিযোগ বন দফতরের জমি দখলের ৷ কুলতলি ব্লকের কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েতের পিয়ালী নদীর তীরবর্তী জায়গায় মাটি ফেলছিল তাঁর পরিবার ৷ মাছের ভেড়ি করার উদ্দেশ্যে এই মাটি ফেলার কাজ চলছিল বলে জানা গিয়েছে ৷ এই বিষয়ে গুণধর সর্দার জানান এই জমি তাঁদের পৈতৄক সম্পত্তি ৷ যার প্রমানও রয়েছে বলে জানিয়েছেন তিনি ৷ 

অন্যদিকে মাটি ফেলার কাজ শুরু হলে তাতে বাধা দেন পিয়ালী রেঞ্জের বিট অফিসার মহম্মদ আবু জাফর মোল্লা ৷ তিনি ফরেস্টের অফিসে দেখা করার নির্দেশ দেন ৷ সেইসময় মাটি ফেলার কাজ করছিলেন গুণধর সর্দারের ভাইপো ফটিক চন্দ্র সর্দার ৷ কাজে বাধা পেয়ে তিনি বন দফতরের অফিসে গেলে তাঁর কাছ থেকে ৩০ হাজার টাকা চাওয়া হয় বলে দাবি করেছেন ফটিক চন্দ্র সরদার ৷ 

যদিও তাঁর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পিয়ালী রেঞ্জের বিট অফিসার ৷ তাঁর অভিযোগ, কাজে বাধা দেওয়াতেই তাঁর নামে দুর্নাম ছড়ানো হচ্ছে ৷ ওদিকে এই অফিসাকে ঘুষখোর বলে দাবি তৄণমুল নেতা গুণধর সর্দারের ৷ 

আরও পড়ুন, Ghatal Festival: বাদ দেব! ধুন্ধুমার মেলা কমিটির বৈঠকে উত্তপ্ত ঘাটাল

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.