Jhalda Municipality: রণে ভঙ্গ তৃণমূলের! ঝালদা পুরসভা হাতছাড়া শাসকদলের

কংগ্রেসের হাতে আসার পর কয়েকদিনের মধ্যেই মহকুমা শাসক আইন মোতাবেক পুরসভার চেয়ারম্যান নির্বাচন করার প্রক্রিয়া শুরু করবেন। বোর্ড গঠনের কথা বলতে গেলে আজই পুরসভা দখল করল কংগ্রেস

Updated By: Nov 21, 2022, 03:06 PM IST
Jhalda Municipality: রণে ভঙ্গ তৃণমূলের! ঝালদা পুরসভা হাতছাড়া শাসকদলের

অনুপ মুখোপাধ্যায়: কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের পর তোলপাড় হয় পুরুলিয়ার ঝালদা। পুরসভা কার দখলে থাকবে তা নিয়েও টানাপোড়েন তৈরি হয়। ফ্যাক্টর হয়ে দাঁড়ায় নির্দল। তবে বোর্ড থাকে তৃণমূলের দখলেই। তবে শেষপর্যন্ত ২ নির্দল কাউন্সিলর কংগ্রেসকে সমর্থন করায় ঝালদা পুরসভা হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের। এখন কংগ্রেস শিবিরে রইল ৭ কাউন্সিলর। অন্যদিকে, তৃণমূলের হাতে রইল ৫ কাউন্সিলর। আজ তলবি সভা ছিল। তাতে অনুপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলররা।

আরও পড়ুন-সমবায় বাঁচাতে এবার বাম-বিজেপি জোট, খারুইয়ে লম্বা মিছিল বিরোধীদের

সোমবার ওই তলবি সভা নিয়ে প্রবল উত্তেজনা ছিল ঝালদা পুরসভায়। মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিস। রাজ্য শাসন ক্ষমতায় থাকার পরেও আজ ভোটাভুটিতে অংশ নিল না তৃণমূল কংগ্রেস। এই ওয়াকওভারের ফলে কংগ্রেসের দিকে চলে গেল ভোটাভুটির রায়। এতদিন ২ নির্দল কাউন্সিলর ছিলেন তৃণমূলের দিকে। আজ তারা কংগ্রেসকে সমর্থন করেন। ফলে গত ৭ ধরে ঝালদা পুরসভার পুর বোর্ড তৃণমূলের দখলে থাকার পর তা আজ কংগ্রসের দখলে চলে গেল।

পুরসভা কংগ্রেসের হাতে আসার পর কয়েকদিনের মধ্যেই মহকুমা শাসক আইন মোতাবেক পুরসভার চেয়ারম্যান নির্বাচন করার প্রক্রিয়া শুরু করবেন। বোর্ড গঠনের কথা বলতে গেলে আজই পুরসভা দখল করল কংগ্রেস।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.