তৃণমূলে বড় ভাঙন, আজই বিজেপিতে যোগ দিচ্ছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং

সূত্রের খবর, অর্জুনের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রায় ৫০ জন কাউন্সিলর। জ়ি ২৪ ঘণ্টাকে তিনি ফোনে বলেন, 'বেলা ১২.৩০ মিনিটে বিজেপি অফিসে যাচ্ছি।'

Updated By: Mar 14, 2019, 10:45 AM IST
তৃণমূলে বড় ভাঙন, আজই বিজেপিতে যোগ দিচ্ছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং

নিজস্ব প্রতিবেদন: আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের ডাকসাইটে বিধায়ক অর্জুন সিং। বৃহস্পতিবার বেলা ১২.৩০ মিনিটের পর দিল্লিতে বিজেপির সদর দফতরে দলীয় পতাকা হাতে তুলে নেবেন তিনি।

অর্জুন যে দিল্লি গিয়েছেন তা বুধবার প্রথম জানায় zee24Ghanta.com. জানা গিয়েছে, বুধবার গভীর রাত পর্যন্ত দিল্লিতে কৈলাস বিজয়বর্গীয়র বাড়িতে বৈঠক করেন অর্জুন সিং। 

 

আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়তে চেয়েছিলেন অর্জুন সিং। কিন্তু তার বদলে বর্তমান সাংসদ দীনেশ ত্রিবেদীকেই ফের টিকিট দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে ডেকে অর্জুনকে অন্য দায়িত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই আশ্বাসে চিড়ে ভিজল না। 

তৃণমূলের ৪৭ জন কাউন্সিলরকে নিয়ে আজ বিজেপিতে অর্জুন?

সূত্রের খবর, অর্জুনের সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রায় ৫০ জন কাউন্সিলর। জ়ি ২৪ ঘণ্টাকে তিনি ফোনে বলেন, 'বেলা ১২.৩০ মিনিটে বিজেপি অফিসে যাচ্ছি।'

বিজেপি সূত্রের খবর, ব্যারাকপুরেই দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে গেরুয়া শিবিরের প্রার্থী হতে চলেছেন অর্জুন সিং।  

.