নকিবুদ্দিন গাজী: '২ টাকার চাকর', থানায় ঢুকে পুলিসকর্মীদের কটাক্ষ, দাদাগিরি! তৃণমূল বিধায়ককে এবার পাল্টা জবাব দিলেন SDPO। এমনকী, বেশ কিছুক্ষণ থানায় বসিয়ে রাখার পর ক্ষমাও চাইতে হল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো। ঘটনাস্থল, দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনার সূত্রপাত রবিবার। সেদিন উস্থি থানার ভোলেরহাট কুয়ো থেকে উদ্ধার হয় এক বৃদ্ধার দেহ। কীভাবে মৃত্যু? অভিযোগ, ওই বৃদ্ধাকে নাকি খুন করেছে তাঁর ছেলেই! অভিযুক্ত পলাতক।


আরও পড়ুন: একাদশ শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, রেললাইনে মিলল ক্ষতবিক্ষত দেহ!


এদিকে এই ঘটনার পর জয়ন্ত চৌধুরী নামে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করে উস্তি থানার পুলিস। কেন? অভিযোগ, উসকানিমূলক মন্তব্য করে  এলাকার শান্তিশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করেছেন তিনি। খবর পেয়ে থানায় হাজির হন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক, প্রাক্তন মন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা। 


অভিযোগ, থানায় ঢুকে কর্তব্যরত পুলিসকর্মীদের সঙ্গে রীতিমতো অভব্য আচরণ করেন বিধায়ক। এমনকী, হুমকিও দেন! এরপর যখন ডায়মন্ড হারবারের এসডিপও মিতুন দে থানায় পৌঁছন, তখন বিধায়কের সঙ্গে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় তাঁর। সেই ভিডিয়োই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 



ভিডিয়োতে দেখা যাচ্ছে, থানার সিঁড়িতে বসে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। এসডিপিও তাঁর কাছে জানতে চাইছেন, 'কেন অভিযুক্তকে ছাড়াতে এত তৎপরতা'? তাঁর আরও বক্তব্য, 'কথায় কথায় আপনি কেন পুলিশের উর্দি খুলে নেওয়া, বদলির হুমকি দেন'?” পাল্টা বিধায়ক বলছেন, 'গিয়াসুদ্দিন মোল্লা ভদ্রঘরের ছেলে। কাউকে হুমকি দেয় না'। এরপর পুলিসকে '২ টাকার চাকর' বলে কটাক্ষ করতে শোনা যায়।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)