ভস্মীভূত তৃণমূলের দলীয় কার্যালয়, অভিযোগের তির বিজেপির দিকে

খবর দেওয়ার অনেক পর দমকল এসেছে বলে অভিযোগ। ফলে আগুন নেভাতে অনেক দেরি হয়। 

Updated By: Dec 3, 2018, 12:18 PM IST
ভস্মীভূত তৃণমূলের দলীয় কার্যালয়, অভিযোগের তির বিজেপির দিকে

 নিজস্ব প্রতিবেদন:  মুখ্যমন্ত্রী সফরের আগেই  একদিকে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে পুড়ল কাঠের সেতু,  পূর্ব মেদিনীপুরের মহিষগোঠে পুড়িয়ে দেওয়া হল তৃণমূলের দলীয় কার্যালয়। লুঠ করা হল আলমারিতে রাখা নগদ, আলমারি, ৫০টি চেয়ার সহ অন্যান্য সামগ্রী।  অভিযোগের তির বিজেপির দিকে।  

রবিবার রাতে দলীয় কার্যালয়ে তালা দিয়ে বাড়ি চলে যান পূর্ব মেদিনীপুরের মহিষগোট এলাকার তৃণমূল কর্মীরা। মাঝরাতে তাঁরা জানতে পারেন, কার্যালয়ের একাংশ পুড়ে খাক হয়ে গিয়েছে। কার্যালয় থেকে লুঠ গিয়েছে সর্বস্ব। দলীয় পতাকা ছিড়ে মুছড়ে ফেলে দেওয়া হয়েছে। গভীর রাতেই বিজেপি আশ্রীত দুষ্কৃতীরা গিয়ে কার্যালয়ে আগুন লাগায় বলে অভিযোগ। প্রথমে কার্যালয়ে বেপরোয়া লুঠপাটের পর আগুন ধরানো হয় বলে অভিযোগ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর মেদিনীপুর সফরের আগেই পুড়িয়ে দেওয়া হল সেতু

খবর দেওয়ার অনেক পর দমকল এসেছে বলে অভিযোগ। ফলে আগুন নেভাতে অনেক দেরি হয়। খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা।  ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে মায়তা গ্রামে রবিবার রাতে একটি সেতু সেতু পুড়িয়ে দেওয়া হয়। সেক্ষেত্রেও অভিযোগের তির বিজেপির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি পাল্টা যুক্তি, দুর্নীতি ঢাকতে তৃণমূলই এই কাজ করেছে।

প্রসঙ্গত,৩ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ৪ ডিসেম্বর মেদিনীপুরে হবে প্রশাসনিক বৈঠক। তারপর ৫ তারিখ পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।  ৬ তারিখ দিঘায় হবে প্রশাসনিক বৈঠক। 

.