পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জাতীয় সড়কে বাইক জ্বালিয়ে বিক্ষোভ

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিনের আন্দোলনের জেরে জাতীয় সড়কে ডাউন লেনে গাড়ি চলাচলা বন্ধ হয়ে যায়।

Updated By: Jun 12, 2018, 01:17 PM IST
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জাতীয় সড়কে বাইক জ্বালিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন:  পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে  ২ নম্বর জাতীয় সড়কে মোটরসাইকেল জ্বালিয়ে অভিনব আন্দোলন করল যুব তৃণমুল কংগ্রেস। পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় ডুবুরডিহিতে মঙ্গলবার সকালে এই অভিনব কায়দায় বিক্ষোভ দেখান যুব তৃণমূল কর্মীরা। জাতীয় সড়কের উপরে কাঠ রেখে চিতা সাজিয়ে একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়।   

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে আলাদা করে দেখা করতে চেয়ে অন্ধকারে শিক্ষক স্বামী যা করলেন...

ঘন্টাখানেক ধরে চলে এই আন্দোলন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিনের আন্দোলনের জেরে জাতীয় সড়কে ডাউন লেনে গাড়ি চলাচলা বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: গরুর সঙ্গে প্রকাশ্যে ঘৃণ্য কাজ, ভাইরাল ভিডিও

পেট্রোপণ্যের ক্রবর্ধমান মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ করছেন তৃণমূল কর্মীরা। উল্লেখ্য, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে সোমবার থেকে বাস-মিনিবাস, ট্যাক্সির ভাড়া বৃদ্ধি পায়।

.