আসানসোলের জে কে নগরে ঢুকতেই অগ্নিমিত্রার গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের

সবাই ত্রিপল পাবে বলে বিনোদকে আশ্বাস দেন অগ্নিমিত্রা। তাঁর আশ্বাসে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়

Updated By: Jun 19, 2021, 04:57 PM IST
আসানসোলের জে কে নগরে ঢুকতেই অগ্নিমিত্রার গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের

নিজস্ব প্রতিবেদন: আসানসোলের জে কে নগরে তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। ত্রিপল দেওয়ার দাবি তুলে ওই বিক্ষোভের নেতৃত্ব দেন রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়া।

আরও পড়ুন-পর্ণশ্রীর ফ্ল্যাট থেকে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, আত্মহত্যা নাকি খুন? তদন্তে পুলিস

তৃণমূল কর্মীদের অভিযোগ, বেছে বেছে বিজেপি কর্মী-সমর্থকদের ত্রিপল দান করছেন অগ্নিমিত্রা। এদিন জে কে নগরে অগ্নিমিত্রার(Agnimitra Paul) গাড়ি আসতেই তা ঘিরে ধরে তৃণমূল সমর্থকরা। আসানসোল(Asansol) দক্ষিণের বিধায়কের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন নুনিয়া।

বিনোদ নুনিয়া বলেন, বিধায়ককে আমরা অনেকদিন থেকেই ত্রিপল দিতে অনুরোধ করেছি। ওকে ৩০০ মানুষের তালিকা দিয়েছি। কিন্তু উনি নিজে গাড়ি করে ত্রিপল নিয়ে এসেছেন। বিজেপি কর্মী-সমর্থদের বাড়ি বাড়ি গিয়ে সেসব বিতরণ করছেন। তৃণমূল কংগ্রেসের গরিব সমর্থকরা ত্রিপল পাচ্ছেন না। তাই আজ ফের ওঁকে ত্রিপল দেওয়া অনুরোধ করলাম।

আরও পড়ুন-২৪ জুনের মধ্যে জমা দিতে হবে পড়ুয়াদের নবম শ্রেণির নম্বর, স্কুলগুলিকে নির্দেশ পর্ষদের

এদিকে, সবাই ত্রিপল পাবে বলে বিনোদকে আশ্বাস দেন অগ্নিমিত্রা। তাঁর আশ্বাসে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়। এলাকা ছেড়ে রানীগঞ্জের অন্য এলাকা পরিদর্শনে চলে যান অগ্নিমিত্রা।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.