নিজস্ব প্রতিবেদন: একুশের নির্বাচনের কথা মাথায় রেখে দলের সংগঠনকে ঢেলে সাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শুভেন্দু অধিকারির(Suvendu Adhikari) দলবদলের জল্পনার মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় দলের অবজারভারের পদ তুলে দিয়েছিলেন তৃণমূল নেত্রী(Mamata Banerjee)। সেসময় তাঁর বক্তব্য ছিল, সব জেলার অবজারভার তিনিই। এবার সেই পদ না থাকলেও ঘুরপথে বিভিন্ন জেলায় সংগঠনের উপর পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হল দলের একাধিক সিনিয়র নেতাকে।


আরও পড়ুন-আমফানের টাকা নিয়ে দুর্নীতি করেছে রাজ্য, সরাসরি তোপ ধনখড়ের


লক্ষ্মীরতন শুক্লার(Laxmi Ratan Shukla ) দলত্যাগের পর তৃণমূলের(TMC) হাওড়া জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ভাস্কর ভট্টাচার্যকে। পাশাপাশি অলিখিতভাবে হাওড়ায় সংগঠনের উপরে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। মঙ্গলবারই ওই দায়িত্ব পেয়েছেন ফিরহাদ। ওই দায়িত্ব পাওয়ার পরই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন তিনি। দল সম্পর্কে, নেত্রী সম্পর্কে তাঁর কোনও ক্ষোভ রয়েছে কিনা তা জানতে চান। মন্ত্রিসভার বৈঠকে কেন আসছেন না তাও জানতে চান বলে খবর। পাশাপাশি, দলনেত্রীর সঙ্গে দেখা করার পরামর্শও দেন রাজীবকে। এমনটাই সূত্রের খবর।


বিধানসভা নির্বাচনের আগে দলের একাধিক ছোটবড় নেতার দলত্যাগে বেশ অস্বস্তিতে শাসকদল। সেকথা মাথায় রেখেই দলের ভাঙন রুখতে প্রতিটি জেলাকে একজন সিনিয়র নেতার নজরদারিতে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল নেত্রী। তাহলে কি অবজারভারের পদ ফিরিয়ে আনা হল? তৃণমূলের তরফে অবশ্য একথা স্বীকার করা হয়নি। সূত্রের খবর, ওইসব নেতাদের বেশকিছু জেলায় সংগঠনের কাজকর্ম 'দেখে নেওয়ার' ভার দেওয়া হয়েছে। জেলায় সংগঠনের মধ্য়ে কোনও অভিযোগ, সংঘাত, ক্ষোভ থাকলে তা সামাল দেবেন দলের ওইসব শীর্ষ নেতারা।


তৃণমূল সূত্রে খবর, নদিয়া ও জঙ্গলমহলের দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে।


পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং কোচবিহারের দায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত বক্সীকে।


আরও পড়ুন-তোলাবাজির অভিযোগ; ভাইপো কটাক্ষ, Babul Supriyo-কে আইন নোটিস অভিষেকের  


হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে।


দুই বর্ধমান, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারকে দেখাতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে।


বাঁকুড়া ও পুরুলিয়ার দায়িত্ব পেয়েছেন মলয় ঘটক।


অনুব্রত মণ্ডল থাকছেন বীরভূমের দায়িত্বে।


উত্তর ২৪ পরগনায় দেখাবেন জ্যোতিপ্রিয় মল্লিক।


দক্ষিণ ২৪ পরগনা সামলাবেন শুভাশিস চক্রবর্তী।


সম্ভবত দার্জিলিংয়ের দায়িত্ব পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।