কেশপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার দলের

জমি বিবাদকে কেন্দ্র করে রবিবার রাতে কেশপুর থানার ৪ নম্বর কোণার অঞ্চলে উত্তেজনা ছড়ায়।

Updated By: Feb 11, 2019, 12:58 PM IST
কেশপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার দলের

নিজস্ব প্রতিবেদন:  গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের নাম নন্দ পণ্ডিত (৬২)।

আরও পড়ুন: গুলি করার পর বন্দুক এলাকাতেই ছেড়ে পালায় 'খুনি', কিন্তু কেন? বিধায়ক খুনে অদ্ভূত তথ্য সামনে

জমি বিবাদকে কেন্দ্র করে রবিবার রাতে কেশপুর থানার ৪ নম্বর কোণার অঞ্চলে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি,  তৃণমূলেরই দুই গোষ্ঠী বচসায় জড়িয়ে পড়ে। পরে তা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, এলাকারই প্রাক্তন তৃণমূলের বুথ সভাপতি অজিত পন্ডিতের পরিবারের সদস্যদের ওপর হামলা চলে। বাঁশ, হাঁসুয়া, লোহার রড নিয়ে চলে হামলা।  

আরও পড়ুন: দেড় বছরের ছেলেকে কোলছাড়া করতেই গুলি, লুটিয়ে পড়লেন সত্যজিত্

অজিত পণ্ডিত -সহ তাঁর পরিবারের তিন সদস্যরা হামলার মুখে পড়ে।   হাঁসুয়া দিয়ে নন্দ পণ্ডিত সহ বেশ কয়েকজনকে মাটিতে ফেলে কোপানো হয় বলে অভিযোগ।  গুরুতর আহত অবস্থায় স্থানীয়রাই  তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান।  চিকিত্সকরা  নন্দ পণ্ডিত নামে এক জনকে মৃত বলে ঘোষণা করেন। তিনিও এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত।  সোমবার সকাল থেকেই এলাকা থমথমে।  তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ। জেলা তৃণমূল অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে। তাদের পাল্টা দাবি,  গোটা বিষয়টি পারিবারিক বিবাদের জের।  দল কোনওভাবেই তাতে জড়িত নয়।

 

.