Chakdaha:সন্ধেয় গিয়েছিলেন বাড়ি লাগোয়া বাগানে, আচমকাই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি
এদিকে ওই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস
নিজস্ব প্রতিবেদন: নদিয়ায় গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। সন্ধেয় নারায়ণ দে নামে ওই তৃণমূল কর্মী গিয়েছিলেন তাঁর বাড়ি লাগোয়া বাগানবাড়িতে। সেইসময় আচমকাই তাঁর উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে তাঁর গলায়। রবিবার সন্ধের ওই ঘটনা ঘটছে নদিয়ার চাকদহের ১৮ নম্বর ওয়ার্ডে।
দলীয় সূত্রে খবর আহত নারায়ণ দে-কে প্রথম চাকদহ হাসপাতাল ও পরে তাঁকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেখানে পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে আনা হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর পেশায় ঠিকাদার নারায়ণ দে ওইদিন সন্ধেয় বাগানে দুজনের সঙ্গে কথা বলছিলেন। সেইসময় তাঁকে লক্ষ্যে করে গুলি চালায় দুষ্কৃতীরা।
এদিকে ওই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের নাম ভাস্কর দে, মাণিক পাল ও ষষ্ঠী রায়। এরা প্রত্যকেই নারায়ণ দে-র পাড়া গৌড়পাড়ার বাসিন্দা। ধৃতদের আজ কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়।
আরও পড়ুন-প্রয়াত পিয়ারলেস গ্রুপের S K Roy; শোকের ছায়া বাংলার ব্যবসায়ীজগতে