Siliguri: নাশকতার ছক বানচাল! শিলিগুড়িতে বিস্ফোরক-বন্দুক-সহ স্পেশাল অপারেশন গ্রুপের জালে ২
বিষ্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিস মহলে
নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ি পুলিস কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপের তৎপতায় বানচাল হল নাশকতার ছক। গোপন সুত্রে খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে বাগডোগরা এলাকা থেকে এসওজি বাগডোগরা থানার পুলিসকে সঙ্গে নিয়ে ২ ব্যাক্তিকে আটক করে।
তল্লাশি চালিয়ে তাদের কাছে উদ্ধার হয় ১ পিস্তল , ২ কার্তুজ ও চারটি বিষ্ফোরক। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। নাম শঙ্কর অধিকারী ও অপু পাইক।
বিষ্ফোরক উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিস মহলে। শিলিগুড়ি একটি গুরুত্বপূর্ণ করিডর। রয়েছে চারটি সীমান্ত। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে তাদের পুলিসি হেফাজতের আবেদন জানানো হয়। ধৃতদের সঙ্গে আর কে বা কারা জড়িত তা তদন্ত করে দেখছে স্পেশাল অপারেশন গ্রুপ।
আরও পড়ুন-প্রয়াত পিয়ারলেস গ্রুপের S K Roy; শোকের ছায়া বাংলার ব্যবসায়ীজগতে