BJP MP-র সঙ্গে সাক্ষাতের পর TMC-র দুই মন্ত্রীর সঙ্গে লুকোচুরি MLA মিহিরের!

বৃহস্পতিবার মিহিরবাবুর বাড়িতে বিজয়ার কুশল বিনিময় করতে গিয়েছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। 

Updated By: Oct 30, 2020, 11:43 PM IST
BJP MP-র সঙ্গে সাক্ষাতের পর TMC-র দুই মন্ত্রীর সঙ্গে লুকোচুরি MLA মিহিরের!

নিজস্ব প্রতিবেদন: তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী এখন কোন দিকে? কোচবিহারে এখন মিহিরকে নিয়েই জোর চর্চা। মিহিরকে স্বাগত জানাতে কার্পেট পেতে রেখেছে বিজেপি। আবার বিধায়কের মান ভাঙাতে মরিয়া তৃণমূল। কোচবিহারের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামীকে নিয়েই এখন চলছে রাজনীতির দড়ি টানাটানি। শুক্রবার মিহিরবাবুর বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন ও রবীন্দ্রনাথ ঘোষ। তবে তাঁর দেখা পাননি। 

বৃহস্পতিবার মিহিরবাবুর বাড়িতে বিজয়ার কুশল বিনিময় করতে গিয়েছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। পরের দিন অর্থাৎ  শুক্রবার সকালে মিহিরবাবুর বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেসের দুই মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন ও রবীন্দ্রনাথ ঘোষ। তবে মিহিরবাবু বাড়িতে ছিলেন না। কানাঘুষো, আলিপুরদুয়ারে রয়েছেন মিহিরবাবু। পরে সেখানেও হানা দেন দুই মন্ত্রী। তবে সেখানেও দেখা মেলেনি। জানতে পারেন, মিহির গোস্বামী চলে গিয়েছেন অসমে দিদির বাড়িতে। 

অতিসম্প্রতি কোচবিহারে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কমিটির তালিকা তৈরির ক্ষেত্রে দলের সাংগঠনিক নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছিলেন মিহির গোস্বামী। একরাশ ক্ষোভ উগরে দিয়ে যাবতীয় সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নেওয়ার কথাও ঘোষণা করেন। জানিয়ে দেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে  বিধায়ক পদ ছাড়তেও রাজি। তারপর  তৃণমূল কংগ্রেসের জেলাস্তরের বেশ বৈঠক এড়িয়ে গিয়েছেন মিহিরবাবু। তাঁর ধর্মসভার দলীয় অফিস থেকেও রাতারাতি উধাও হয়েছে তৃণমূলের পতাকা। মিহিরের  বাড়িতে বিজয়ার প্রণাম বিজেপি সাংসদ। তবে কি গেরুয়া শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূল বিধায়ক? সেই জল্পনা আরও প্রবল হয়েছে তৃণমূলের সঙ্গে তাঁর লুকোচুরি খেলায়!

আরও পড়ুন- চাই চাকরি, লক্ষ্মীপুজোয় ডিসেম্বরে বাংলায় শিল্প সম্মেলনের ঘোষণা BJP-র

.