আজ তমলুক থেকেই অভিষেককে জবাব? Suvenduর সভা ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে

আজ তমলুকে (Tamluk) ফের শুভেন্দুর সভা। 

Updated By: Jan 25, 2021, 11:58 AM IST
আজ তমলুক থেকেই অভিষেককে জবাব? Suvenduর সভা ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: ভোটের বাজারে মমতা-শুভেন্দু দ্বৈরথ অব্যাহত। দু-পক্ষের কেউ একে ওপরকে এক ইঞ্জিও জমি ছাড়তে নারাজ। শুভেন্দু-র দল বদলের পর থেকেই ঘাসফুল শিবিরের বিরোধিতায় আক্রমণ শানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। আজ তমলুকে (Tamluk) ফের শুভেন্দুর সভা। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এসেছেন মেদিনীপুরের ভূমিপুত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম করে তাঁকে তোলাবাজ বলেন শুভেন্দু। 

আরও পড়ুন:  গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ পুরশুড়ায় আজ Mamataর সভা, ভাঙন রুখতে কী বার্তা? নজর সেদিকেই

এদিকে গতকালই কুলতলির সভা থেকে শুভেন্দুকে ঘুষখোর বলে কটাক্ষ করেন তৃণমূল যুব সভাপতি অভিষেক ব্যানার্জির। কাগজ দেখিয়ে অভিষেকের হুঁশিয়ারি, মামলা করলে করে দেখাক। আজ তা নিয়ে কী বলেন তৃণমূল ছেড়ে সদ্য পদ্ম শিবিরে যাওয়া শুভেন্দু অধিকারী, তার দিকেই তাকিয়ে সকলে। রাদন

দিন যত গড়াচ্ছে, বিধানসভা নির্বাচন যত কাছাকাছি আসছে, ততই যেন জমে উঠছে তৃণমূল-বিজেপি যুদ্ধ। রাজনৈতিক মহলের মতে বকলমে যা হয়ে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বনাম মমতা ব্যানার্জি দ্বৈরথ। সেই তালিকায় নন্দীগ্রাম, হুগলি রয়েছে নজরে। নন্দীগ্রাম, পুরুলিয়ার পর আজ হুগলির পুরশুড়াতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেলা ১টায় পুরশুড়ায় মুখ্যমন্ত্রীর সভা। 

উল্লেখ্য, গত বুধবার হুগলির (Hooghly) চন্দননগরে রোড শো ও জনসভা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার আগামিকাল হুগলি জেলায় পাল্টা তৃণমূল নেত্রীর সভা। প্রসঙ্গত, চন্দননগরের সার্কাস মাঠের সভা থেকে 'হুগলি জেলায় তৃণমূল শূন্য পাবে' বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

.