আজ উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
জোড়া নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জের। আজ উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর । ভারী বৃষ্টি হবে দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি ও কোচবিহারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস । সকালের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
ওয়েব ডেস্ক: জোড়া নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জের। আজ উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর । ভারী বৃষ্টি হবে দার্জিলিং , কালিম্পং , আলিপুরদুয়ার , জলপাইগুড়ি ও কোচবিহারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস । সকালের দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
অন্যদিকে, বারাসতে ধৃত ভুয়ো দাঁতের ডাক্তার। ধৃতের নাম সঞ্জিত বসু। রোগীকে প্রেসক্রিপশন লেখার সময় তাকে হাতে নাতে ধরল CID। গোয়েন্দাদের দাবি, জেরার মুখে নিজের দোষ কবুল করেছেন ওই ভুয়ো ডাক্তার। কয়েকদিন আগে রাজ্যজুড়ে ভুয়ো দাঁতের ডাক্তারদের রমরমা নিয়ে বারাসত থানায় অভিযোগ দায়ের করেন রাজ্য ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার কল্যাণ রায়। এরপরই এই মামলায় তদন্তভার নেয় সিআইডি। তদন্ত শুরু করে বারাসতের স্মাইল সায়েন্টিফিক ডেন্টাল কেয়ারে অভিযান চালান গোয়েন্দারা। সঞ্জিত বসু সে সময় চেম্বারে ছিলেন। গোয়েন্দাদের দাবি, সঞ্জিত বসুকে জিজ্ঞাসাবাদ করতেই ফাঁস হয়ে যায় সবকিছু।