রাজ্যে করোনার ফের রেকর্ড সংক্রমণ, একলাফে ৫১ হাজার পেরল মোট আক্রান্তের সংখ্যা

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৩৪ জন। 

Reported By: সুতপা সেন | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jul 23, 2020, 10:16 PM IST
রাজ্যে করোনার ফের রেকর্ড সংক্রমণ, একলাফে ৫১ হাজার পেরল মোট আক্রান্তের সংখ্যা
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে একদিনের সংক্রমণের নিরিখে ফের রেকর্ড করল করোনা। আর তার সঙ্গেই একলাফে রাজ্যে ৫১ হাজার পার করল মোট করোনা আক্রান্তের সংখ্যা। সপ্তাহে ২দিন লকডাউনের প্রথম দিনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২,৪৩৬ জন। আর তারফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১,৭৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৩৪ জন। এরফলে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫৫ জন। সরকারি মতে এখন হাসপাতালে চিকিৎসাধীন সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৮,৮৪৬ জন। আজকের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখন ডিসচার্জ রেট ৬১.১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০০৬ জন। যা একদিক দিয়ে স্বস্তির। এখনও পর্যন্ত মোট ৩১,৬৫৬ জন করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন। 

উল্লেখ্য, রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ভাইরাসের সংক্রমণ শৃঙ্খল ভাঙার জন্য সপ্তাহে ২ দিন করে লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার গোটা রাজ্যে লকডাউন। পরের সপ্তাহে বুধবার সম্পূর্ণ লকডাউন। দ্বিতীয়দিন কবে থাকবে, তা সোমবার ঘোষণা করবে নবান্ন।

আরও পড়ুন, মুকুল রায়কে ছাড়াই দিল্লিতে বিজেপির নির্বাচন প্রস্তুতির বৈঠক, দিলীপ ঘোষ বললেন...

.