Insurance for Tourist: মেয়াদ মাত্র ৩-৪ ঘণ্টা! পর্যটকদের জন্য জীবনবিমা করাবে বন দফতর....
ফ্রেরুয়ারিতে জলদাপাড়া অভয়ারণ্য়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন একদল পর্যটক। আহত হয়েছিলেন ৪ জন।
তপন দেব: ব্যবধান মাস খানেকের। জলদাপাড়া অভয়ারণ্য়ে দুর্ঘটনার পর, এবার পর্যটকদের জন্য জীবনবিমা করানোর উদ্যোগ নিল বন দফতর। বাদ যাবেন না গাড়ির চালক, এমনকী গাইডরাও।
ফ্রেরুয়ারিতে জলদাপাড়া অভয়ারণ্য়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন একদল পর্যটক। আহত হয়েছিলেন ৪ জন। শুধু তাই নয়, একজন ভর্তি করতে হয়েছিল হাসপাতালে।
এদিন জলদাপাড়া প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে জেলায় বন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৈঠক শেষে তিনি জানান, পর্যটকরা যখন জঙ্গলে কার সাফারি বা হাতি সাফারি জন্য বুকিং করবেন, তখনই ৩-৪ ঘণ্টার জন্য সামান্য খরচে তাঁদের জীবনবিমাও করিয়ে দেওয়া হবে। বিমা কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা বলেছেন বন দফতরের আধিকারিকরা।
আরও পড়ুন: 'মনোনয়ন জমা দেওয়ার আগে টাকা দিন, নাহলে...' বিরোধীদের চরম হুঁশিয়ারি কাজল শেখের!
কীভাবে দুর্ঘটনা ঘটেছিল জলদাপাড়া অভয়ারণ্য়ে? সেদিন দুপুরে জলদাপাড়ার পশ্চিম রেঞ্জের জঙ্গলে গাড়িতে চেপে ঘুরছিলেন ৬ পর্যটক। আচমকাই পর্যটকের গাড়ির দিকে তেড়ে আসে দুটি গণ্ডার। তারপর? বিপদ বুঝে দ্রুত পিছনের দিকে যেতে গিয়ে নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। গাড়িটি উল্টে যায় রাস্তার পাশে নর্দমায়! আহত হন ৪ জন পর্যটক।