রেল লাইন থেকে গাড়ি সরিয়ে ফের ট্রেন চালালেন চালক
রেল লাইন থেকে গাড়ি সরিয়ে ফের ট্রেন চালালেন চালক। খড়গপুর গেট বাজারের কাছে রেল লাইনের ওপর একটি গাড়ি পড়ে থাকতে দেখেন ট্রেন চালক। দূর থেকে গাড়িটি দেখতে পেয়ে ট্রেন থামান চালক। পরে রেল যাত্রীদের সঙ্গে নিয়ে লাইন থেকে গাড়িটিকে সরিয়ে ফের ট্রেন চলাচল শুরু হয়। প্রাথমিক অনুমান নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ট্রেন লাইনে ওপর চলে আসে।
ওয়েব ডেস্ক: রেল লাইন থেকে গাড়ি সরিয়ে ফের ট্রেন চালালেন চালক। খড়গপুর গেট বাজারের কাছে রেল লাইনের ওপর একটি গাড়ি পড়ে থাকতে দেখেন ট্রেন চালক। দূর থেকে গাড়িটি দেখতে পেয়ে ট্রেন থামান চালক। পরে রেল যাত্রীদের সঙ্গে নিয়ে লাইন থেকে গাড়িটিকে সরিয়ে ফের ট্রেন চলাচল শুরু হয়। প্রাথমিক অনুমান নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ট্রেন লাইনে ওপর চলে আসে।
আরও পড়ুন হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মায়ের সঙ্গে মৃত্যু হল সদ্যোজাতের
কিন্তু গাড়িতে কোনও যাত্রী বা চালক ছিলেন না। এখনও পর্যন্ত জানা যায়নি গাড়িটির মালিক কে। বা ঠিক কীভাবে গাড়িটি রেল লাইনের ওপর এল তাও বোঝা যায়নি।
আরও পড়ুন রবিবার রাতের বিধ্বংসী ঝড়ে তছনছ হয়ে গিয়েছে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা