মঙ্গলকোটে খুন তৃণমূল কর্মী, পিটিয়ে মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
সঞ্জিত ঘোষের বাবা সাগর ঘোষের অভিযোগ 'বিজেপির কাটোয়া জেলার সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমার ছেলেকে পিটিয়ে মারা হয়েছে'।
নিজস্ব প্রতিবেদন: খুন হয়েছেন মঙ্গলকোটের নিগন গ্রামের তৃণমূলের বুথ সভাপতি সঞ্জিত ঘোষ। সঞ্জিত ঘোষের বাবা সাগর ঘোষের অভিযোগ 'বিজেপির কাটোয়া জেলার সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমার ছেলেকে পিটিয়ে মারা হয়েছে'।
সোমবার নিগন গ্রামে বিজেপির সভা মঞ্চ থেকে সাংসদ সৌমিত্র খাঁ সহ জেলার সাধারণ সম্পাদক শিশির ঘোষ, বোবোল ঘোষ সকলেই উস্কানিমূলক বক্তব্য রাখায় এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। সাগর ঘোষের আরও অভিযোগ 'গ্রামে বিজেপি সংগঠন ক্রমশ কমজোরি হয়ে যাচ্ছিল। আমার ছেলেকে দেখে অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসছিলেন সেই কারণেই বিজেপির নেতারা আমার ছেলেকে খুন করেছে'।
এদিকে বিজেপির কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, 'নিগন গ্রামের তৃণমূলের কর্মী খুনের ঘটনা ওঁদের দলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল। এছাড়াও সঞ্জিত ঘোষ একজন সমাজ বিরোধী দুষ্কৃতী, এলাকায় মানুষের উপর অত্যাচার করতেন। অন্যদিকে, বিজেপির অভিযোগ অস্বীকার করে, তৃণমূল কংগ্রেসের মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর বলেন, 'আর কত মিথ্যা কথা বলবে বিজেপি। এখানে তৃণমূলের কোন গোষ্ঠী দ্বন্দ্বের ঘটনা নেই। প্রকাশ্যে দিনের বেলায় সঞ্জিতকে মেরেছে। বিজেপি নিজেরা বাঁচতে পারবে না। সঞ্জিত ঘোষ মৃত্যুর আগে যাঁরা তাঁকে মেরেছে তাঁদের নাম বলেছেন। আগেও সঞ্জিতের সঙ্গে অভিযুক্তদের সঙ্গে ঝামেলা হয়েছিল সেটা থানা পর্যন্ত গড়িয়েছিল। আমরা পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখছি। বিজেপি খুনের রাজনীতি করে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে'।
বর্তমানে গ্রামে উত্তেজনা থাকায় পুলিস টহল দিচ্ছে। অভিযুক্তদের খোঁজে পুলিসি তল্লাশি শুরু হয়েছে।