বিজেপি-তৃণমূল সংঘর্ষ ঘাটালে, গুরুতর আহত ৭

আহতদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Updated By: Jun 30, 2019, 11:53 AM IST
বিজেপি-তৃণমূল সংঘর্ষ ঘাটালে, গুরুতর আহত ৭

নিজস্ব প্রতিবেদন: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ঘাটাল। শনিবার রাতে তৃণমূল পার্টি অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ঘাটালের মারিচ্যায়। ঘটনায় গুরুতর আহত হয়েছে ৫ তৃণমূল কর্মী। তৃণমূলের কর্মী সমর্থকদের অভিযোগ, গতকাল রাতে ঘাটাল থানার ৫ নং অঞ্চলের মারিচ্যা পার্টি অফিসে দলীয় বৈঠক চলাকালীন লাঠি, রড নিয়ে অতর্কিতে হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতি। ঘটনায় গুরুতর আহত ৫ তৃণমূল কর্মী। আহতদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: চুঁচুড়ায় তৃণমূলর নেতা খুনে আটক ১; বনধে স্তব্ধ দোকানপাট, শুনশান রাস্তাঘাট

মারিচ্যা বুথের তৃণমূলের সভাপতি পরেশ বরের মাথায় চোট লাগে। ঘটনার বিবরণ দিয়ে বুথ সভাপতি জানিয়েছেন, "এদিন পার্টি অফিসে সাপ্তাহিক মিটিং চলাকালীন বিজেপির প্রায় ২৫ জন কর্মী আমাদের ওপর চড়াও হয়। প্রত্যেকের হাতেই লাঠি ছিল। আমাদের সমর্থকদের মেরে পালিয়ে যায় ওরা। এরপর গ্রামের বাসিন্দারা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।"

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তাঁদের দলীয় বৈঠকে এসে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। ঘটনায় দু জন গুরুতর আহত এবং একজন নিখোঁজ স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ জানা বলেন ইতিমধ্যেই ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা।

.