'মজুরের অধিকার নিয়ে আন্দোলন করায় বহিষ্কৃত' দলের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের ব্লক সভাপতির

কিষাণ কল্যানীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন ব্লক সভাপতি মনোজ মুন্ডা। 

Updated By: Mar 16, 2021, 05:38 PM IST
'মজুরের অধিকার নিয়ে আন্দোলন করায় বহিষ্কৃত' দলের বিরুদ্ধে ক্ষোভ তৃণমূলের ব্লক সভাপতির

নিজস্ব প্রতিবেদন: সোমবার মালবাজার মহকুমার নাগ্রাকাটা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি মনোজ মুন্ডাকে সরিয়ে দিতেই মঙ্গলবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের জেলা সভাপতি। কিষাণ কল্যানীর বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন ব্লক সভাপতি মনোজ মুন্ডা। 

মঙ্গলবার দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, 'আমি মজুরের অধিকার নিয়ে আন্দোলন করার ফলে ব্লক সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুযোগ না দিয়েই আমাকে ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল, শোকজও করা হয়নি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই দলে এসেছিলাম।' 

আরও পড়ুন: WB Assembly Election: BJPর প্রার্থী তালিকা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, শ্রীকান্ত ঘোষের সমর্থনে পোস্টারে ছয়লাপ হাওড়া

এ দিন তিনি আরও বলেন 'কিষাণ কল্যানী একজন শিল্পপতি। সে ছয়টি চাবাগানের মালিক। সে  মজুরের দুঃখ বুঝবে না। আজ চেংমারি চাবাগানের আন্দোলনের জন্য আমাকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দিল। তিনি ভয় পেয়েছেন।  কারণ তিনি জানেন চা বাগানের শ্রমিকদের দাবি দাওয়া পূরণ হলে তাকেও দিতে হবে। কেন না তিনি চাবাগানের মালিক।' তাঁর আর্জি,' আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব, তিনি যেন এই চাবাগানের মালিককে তৃণমূলের জেলাসভাপতির পদ থেকে সরিয়ে দেন।' তা না হলে দলের খারাপ হবে বলেই দাবি মনোজ মুন্ডার।

.